ওয়েবডেস্ক: উঁহু! এই কিছু দিন আগেই যে পুরুষটির সঙ্গে প্রেম এবং তিন নম্বর বিয়ের পরিকল্পনার খবর রটেছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের, তাঁকেই ফিরিয়ে দিয়েছেন তিনি, এমনটা ভাবলে ভুল করবেন! তিনি বেশ যোগ্য পাণিপ্রার্থী, তাঁকে ফিরিয়ে দেওয়ার কোনোই মানে হয় না! নীচের লিঙ্কে ক্লিক করে তাঁর সম্পর্কে একটু জেনে নিলেই ব্যাপারটা বুঝতে পারবেন!
আরও পড়ুন: ফের বিয়ের পরিকল্পনা শ্রাবন্তীর, রইল সব খবর, দেখে বলুন পাত্র পছন্দ হল কি না!
তা হলে এই যে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমপ্রস্তাব ফিরিয়ে দেওয়া, সেটা কি ঘটল কোনো ভক্তের সঙ্গে? ভক্তরা তো পছন্দের নায়িকা বা নায়ককে ভালোবাসার প্রস্তাব পাঠিয়েই থাকেন, তেমন কত প্রস্তাব তো এর আগেও পেয়েছেন শ্রাবন্তী, সে রকম কিছুই কি ফের ঘটল এ বার?
তাও নয়! নায়িকা আসলে মেতেছেন সম্প্রতি খুবই জনপ্রিয় হয়ে ওঠা টিক টক অ্যাপসের খেলায়। যেখানে কোনো সংলাপ নিজের মুখে বসানো যায়! ফলে আমরা দেখতে পাচ্ছি তাঁর সম্প্রতি শেয়ার করা সোশ্যাল মিডিয়া ভিডিওয়- খুব সম্ভবত টিমের কোনো এক পুরুষের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি!
তার পর ব্যান্ড বাজা বারাত ছবি থেকে অনুষ্কা শর্মা আর রণবীর সিংয়ের সংলাপ নিয়ে কেমন মজা ছড়ালেন শ্রাবন্তী, নিজেই সেটা দেখে নিন না!