ছোটো পর্দায় ইতিমধ্যেই পা রেখেছেন তিনি, তবে তা ছিল দু’টি রিয়্যালিটি শো। এবার একটি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করবেন সানি লিওন।
‘বিগ বসে’ সানি
‘ভাবিজি ঘর পর হ্যায়’ বেশ জনপ্রিয় কমেডি টিভি সিরিয়াল। এই সিরিয়ালেই অভিনয় করবেন সানি। সোমবার থেকে শুটিং শুরু করেছেন। একজন নায়িকার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিরিয়ালের এক-একটি চরিত্র— বিভুতি, অনিতা, আঙ্গুরি, মনমোহন যেখানে থাকে সেখানে ওই নায়িকা আসবেন তাঁর পরিচালককে নিয়ে। হিরো খুঁজতে।
আঙ্গুরির চরিত্রে অভিনয় করছেন শুভাঙ্গি। সানির সঙ্গে অভিনয় করতে কেমন লাগছে তাঁর? এর উত্তরে তিনি জানালেন, ‘‘অন্যান্য সহ-অভিনেতার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন সানি। খুব সহজে তাঁর সঙ্গে স্বাভাবিক হওয়া যায়। আশা করি তাঁর অভিনয় দর্শকদের ভালো লাগবে।’’
‘ভাবিজি ঘর পর হ্যায়’