Homeবিনোদনরিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার মামলায় সিবিআই-এর আবেদন খারিজ করল সুপ্রিম...

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার মামলায় সিবিআই-এর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

Sushant Singh Rajput death: রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের জন্য বড়ো স্বস্তি নিয়ে এল সুপ্রিম কোর্টের রায়। শুক্রবার, শীর্ষ আদালত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), মহারাষ্ট্র সরকার এবং ইমিগ্রেশন ব্যুরোর করা একটি আবেদন খারিজ করে দিল। ওই আবেদনটি বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা হয়েছিল, যেখানে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং তাঁদের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার (LOC) বাতিল করা হয়েছিল।

শুক্রবার, বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলাটিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন এবং বলেন যে শুধুমাত্র অভিযুক্তদের ‘হাই-প্রোফাইল’ হওয়ার কারণে এই পিটিশন দাখিল করা হয়েছে। বিচারপতি গাভাই বলেন, “এটি একটি অযৌক্তিক আবেদন। অভিযুক্তদের সমাজে গভীর শিকড় রয়েছে, এমন একটি মামলায় এতদূর যাওয়া ঠিক নয়,”।

এর আগে, ফেব্রুয়ারি মাসে বম্বে হাই কোর্ট রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে CBI কর্তৃক জারি করা LOC বাতিল করেছিল। বিচারপতি রেভাতি মোহিতে দেরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ এই রায় প্রদান করে, রিয়া এবং তাঁর পরিবারের দাখিল করা আবেদনগুলির ভিত্তিতে।

LOC হল একটি নির্দেশিকা যার মাধ্যমে তদন্তকারী সংস্থাগুলি ইমিগ্রেশন ব্যুরোকে জানাতে পারে কোনো ব্যক্তি দেশ ছাড়তে চাইলে তাঁকে আটক করতে বা জানাতে। তবে ২০২০ সালের এই মামলায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা এই LOC নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে।

আদালত আরও জানায় যে, LOC কেবল তখনই জারি করা উচিত যখন অভিযুক্তরা গ্রেফতার বা আদালতের শুনানি এড়ানোর চেষ্টা করছেন। সুশান্ত সিং রাজপুতের পরিবারের করা এফআইআর প্রথমে পাটনায় দায়ের হয়েছিল, পরে তা দিল্লির CBI-র হাতে হস্তান্তর করা হয়। মামলাটি এখনও ঝুলে থাকার কারণে আদালত দ্রুততার সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।