বিনোদন
‘তারক মেহেতা’র সোধি আর অঞ্জলিকে নিয়ে আবেগঘন পোস্ট রোশন তথা জেনিফারের

খবরঅনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহেতা কা উল্টা চশমা’য় (Taarak Mehta Ka Ooltah Chashmah) তারক মেহেতার স্ত্রী অঞ্জলির চরিত্রে আর দেখা যাচ্ছে নেহা মেহতাকে। একই সঙ্গে রোশন সিং সোধির চরিত্রে দেখা যাচ্ছে না গুরুচরণ সিংকে। এঁদের জায়গায় এসেছেন সুনয়না ফোজদার (Sunayana Fozdar) এবং বলবিন্দর সিং সুরি (Balvinder Singh Suri)। সিরিয়ালের তরফে দু’টি নতুন মুখকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
গুরুচরণ আর নেহার সঙ্গে দীর্ঘদিন অভিনয় করছেন জেনিফার মিস্ত্রি বানসিওয়াল (Jennifer Mistry Bansiwal)। সিরিয়ালে রোশন সিং-এর স্ত্রী রোশনের ভূমিকায় অভিনয় করেন জেনিফার। নেহা আর গুরুচরণের বিদায়-মুহূর্তে ইন্সট্রাগ্রামে এক আবেগভরা পোস্টে জেনিফার বলেছেন, “ওঁরা চিরকাল সকলের অন্তরে থাকবেন। ওঁদের দু’ জনকেই জানাই শুভকামনা।”
গুরুচরণ আর নেহা, দু’ জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জেনিফারের। এমনকি এই লকডাউনের সময়েও গুরুচরণের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে জেনিফার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
একই সঙ্গে দুই চরিত্রের নতুন মুখ সুনয়না এবং বলবিন্দরকে স্বাগত জানিয়েছেন জেনিফার। খোলা মনে এবং কোনো রকম তুল্যমূল্য বিচার না করে ওঁদের দু’ জনকে মেনে নেওয়ার জন্য ‘তারক মেহেতা’-র ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাবার স্বাস্থ্যের কারণে গুরুচরণ শো ছেড়ে চলে গিয়েছেন। ওঁর বাবার সার্জারিও হয়েছে। এই সময়টায় উনি বাবার পাশেই থাকতে চান। আর প্রোডাকশন হাউসের সঙ্গে কিছু সমস্যার জন্য নেহা শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
অতি সম্প্রতি বোম্বে টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নেহা বলেছেন, “হ্যাঁ, সমস্যা কিছু ছিল। তবে আমি বিশ্বাস করি, নীরবতা অনেক কিছু বলে দেয়। তা ছাড়া, আমি এ-ও অনুভব করেছি আমার আরও এগিয়ে যাওয়া দরকার, আরও বড়ো হওয়া দরকার। ফিল্ম ও ওয়েব সিরিজের মতো অন্য প্ল্যাটফর্মগুলোতেও কাজ করা দরকার। তা ছাড়া কেউ যখন দীর্ঘদিন একটা প্রকল্পে যুক্ত থাকে, তখন একটা আলসেমি এসে যায়। অন্যান্য সুযোগ নিয়ে ভাবনাচিন্তা করে না। আমি গত কয়েক বছর ধরে বেশ কিছু আকর্ষণীয় অফার পেয়েছি, কিন্তু সব ছেড়ে দিয়েছি। কারণ তখন ভাবতাম এই শো আমার পরিবার।”
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন এমন প্রমাণ এখনও নেই, বলছেন সিবিআই অফিসারেরা
বিনোদন
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন।

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু-সহ আরও বেশ কয়েক জনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর।
জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ের ২০টি জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে ছিল কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অফিস এবং প্রযোজক মধু মান্টেনার বাড়ি।
একটি সূত্রের দাবি, ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের একটি মামলার সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল-চার বন্ধু যৌথ ভাবে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
উল্লেখ্য, অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন। একাধিক বার তাঁদের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিহানার টুইটাপ পোস্ট নিয়ে বিতর্ক বাঁধায় কেন্দ্রকে নিশানা করেন তাপসী।
অন্যদিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। প্রতিবাদীদের উপর সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করেন তিনি। আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ান অনুরাগ।
আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
বিনোদন
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখালেন আরও এক টলিউড তারকা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
এ দিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে প্রবেশ করলেন সায়ন্তিকা।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে সায়ন্তিকা বলেন, “গুছিয়ে কথা বলতে পারি না। তবে শিখে নেব। প্রত্যেককে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ চাই। দায়িত্ব যেন পালন করতে পারি”।
তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরেই আমি দিদির সঙ্গে রয়েছি। আজ অফিসিয়ালি যোগদান করলাম। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। এখন সঠিক সময় এসে গিয়েছে। বাংলার মানুষ নিজে কী চান, সেটা প্রকাশ করার সময় এসেছে। আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব, দিদির পাশে থাকুন। আমরা জানি, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়”।
আরও পড়তে পারেন: পাঁচে শূন্য! দিল্লির পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
বিনোদন
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
এ দিন শ্রাবন্তী বলেন, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। এটা তাঁর কাছে একেবারেই একটা নতুন যাত্রা।

কলকাতা : ভোট ঘোষণার কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় সহ টলিউডের একঝাঁক তারকা। এবার পদ্ম পতাকা হাতে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে সোমবার তিনি দলে যোগ দেন। হোটেল ড্বলুজে ম্যারিয়টে হয় এই যোগদান অনুষ্ঠান।
এ দিন শ্রাবন্তী বলেন, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। এটা তাঁর কাছে একেবারেই একটা নতুন যাত্রা।
অভিনেত্রী বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ। অন্য যারা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের মতো শ্রাবন্তীরও লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা।
শ্রাবন্তী কেন বিজেপিতে গেলেন?
এতদিন তিনি তৃণমূল সমর্থক বলেই পরিচিত ছিলেন, তবে হঠাৎ কেন তিনি পদ্ম শিবিরে যোগ দিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানিয়েছেন, ‘‘অনেকই তৃণমূল সমর্থক ছিলেন। তাঁদের মধ্যে অনেকে বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল রাজ্যের মানুষের জন্য মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলে গিয়েই করতে হবে।’’
শ্রাবন্তী কি প্রার্থী হচ্ছেন?
পদ্ম শিবিরে নাম লেখানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তিনি ভোটে প্রার্থী হতে পারেন।
এ প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ‘‘শ্রাবন্তী দলে যোগ দেওয়ায় ভালই হবে। তবে শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে। ভবিষ্যতে আর কী কী হয় সেটা দেখতে থাকুন।’’
আরও পড়ুন : অমিত শাহের বঙ্গসফর বাতিল
-
প্রযুক্তি2 days ago
মাত্র ২২ টাকায় জিও ফোন প্রিপেড ডেটা ভাউচার! জানুন বিস্তারিত
-
শিক্ষা ও কেরিয়ার1 day ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
রাজ্য3 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত
-
দেশ1 day ago
স্বামীর ‘দাসী’ নন স্ত্রী, এক সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট