১২ আগস্ট রিলিজ করছে ‘রুস্তম’। দেশ জুড়ে চলছে তারই প্রচার। বৃহস্পতিবার কলকাতায় এসেছিল টিম রুস্তম। অক্ষয় কুমারের সঙ্গে ছিলেন নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ আর ভিলেন ইশা গুপ্তা।
“ছবিতে আমার চরিত্রটি বেশ সংবেদনশীল। এক জন পার্শি-র চরিত্রে অভিনয় করেছি আমি। আমার বিপরীতে অভিনয় করেছে ইলিয়ানা। এই প্রথম বার একই ছবিতে ইলিনার সঙ্গে কাজ করেছি। তবে শুধু ইলিয়ানা নয়, ইশার সঙ্গেও প্রথম কাজ আমার। দু’জনের সঙ্গেই অভিনয় করার বেশ ভালো অভিজ্ঞতা” — সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অক্ষয়।
“অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা দারুণ, এক জন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি ও এক জন ভালো মানুষও’, বললেন বরফি-খ্যাত ইলিয়ানা।
ইশা গুপ্তারও এই প্রথম অক্ষয়ের সঙ্গে, ছবিতে তাঁর চরিত্র এক জন ভিলেনের বটে। তবে ব্যক্তিগত জীবনে তাঁরা তিন জনই এখন একে অপরের খুব ভালো বন্ধু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন ইশা গুপ্তা।
‘রুস্তম’ ছবির প্রচারে এ দিন ভবানীপুর কলেজেও যান অক্ষয় কুমার। সঙ্গে ছিলেন ছবির দুই অভিনেত্রীও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।