মুক্তির আগে রাঁচি কোর্টে প্রদর্শিত হবে “ যুগ যুগ জিও”

0

দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় করণ জোহারের ধর্মা প্রোডাকশনের যুগ যুগ জিও। ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তুঙ্গে। কিন্তু ছবি মুক্তির আগেই ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের বিরুদ্ধে অভিযোগ, বানিরানি নামক এক লেখা থেকে নিয়ে যুগ যুগ জিও তৈরি হয়েছে।

বিশাল সিং নামে এক ব্যক্তি টুইটারে অভিযোগ জানিয়েছেন, তিনি বানিরানির স্ক্রিপ্টের কিছু অংশ ধর্মা প্রোডাকশনে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁকে কিছু না জানিয়েই এই ছবি করা হয়েছে। আগামি ২৪ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু ছবি মুক্তির আগে সেই রাঁচির বানিজ্যিক আদালতের নির্দেশে স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
ছবিটি স্ক্রিনিং এর পর বিচারক গোটা বিষয়টি বিচার করে দেখবেন। সবকিছু বিচার করে তিনি সিদ্ধান্ত নেবেন ছবিটি আদৌ কপিরাইট লঙ্ঘন করেছে কিনা। করণ জোহর বা ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ মেহতার পরিচালনায় যুগ যুগ জিও ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। ছবিতে অভিনয় করতে দেখা যাবে, বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানী, অনিল কাপুর, নিতু কাপুরকে।

আরও পড়তে পারেন :

বিশ্ব সঙ্গীত দিবসে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় নাইটিঙ্গলকে

সৃজিতের হাত ধরে তাপসীর মধ্যে দিয়ে পর্দায় ফিরছে গেম চেঞ্জার মিতালি

স্কাই ব্লু হাই কাট পোশাক, হালকা মেকআপ, উষ্ণতা ছড়াচ্ছেন জাহ্নবী

বিয়ে নিয়ে কী পরিকল্পনা জাসমিন ভাসিনের ?

খাতরো কি খিলাড়ি সিজন ১২: অংশ নিচ্ছেন না ফারুকি, জানালেন স্বয়ং

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন