লোকাল ট্রেনের কামরায় দেখা মিলল ‘লাইগার’ জুটির

0

শেষে কিনা লোকাল ট্রেনে ‘লাইগার’ জুটি। দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫অগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। ছবির প্রচারে দেশের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ‘লাইগার’ জুটি বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে। করণ জোহরের জনপ্রিয় রিয়ালিটি শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। এবার ছবির প্রচারে মুম্বইয়ের লোকাল ট্রেনের কামরায় দেখা মিলল এই জুটির।

সদ্যই ছবির প্রচারে মুম্বইয়ের লোকাল ট্রেনে সফর করলেন ছবির নায়ক নায়িকা।আর সেই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন অসংখ্য নিত্যযাত্রী। নীল প্রিন্টেড টি-শার্ট এবং ডেনিম জিনস পরে ট্রেনের কামরায় দেখা যায় বিজয়কে। অন্যদিকে, হলুদ ক্রপটপ এবং হাই ওয়েস্ট জিনস পরে দেখা মেলে অনন্যার। নিজের সোশ্যাল সাইটে সেই ছবি শেয়ার করেছেন বিজয় ও অনন্যা। সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল লাইগার জুটির ট্রেন সফর।

পুরী জগন্নাথ পরিচালিত লাইগার-এ বিজয় রয়েছেন একজন দুর্ধর্ষ বক্সারের ভূমিকায়। অনন্যা পাণ্ডেকে ছবিতে দেখা যাবে দুষ্টুমিষ্টি নায়িকার ভূমিকায়।তবে লাইগার-এর বড় আকর্ষণ হতে চলেছে মাইক টাইসনের উপস্থিতি।ছবিতে বিশ্ববিখ্যাত কিংবদন্তী বক্সারের সঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে অভিনেতা বিজয় দেবরাকোণ্ডাকে।

আরও পড়তে পারেন :

৪ বছর বয়সে বাবার সঙ্গে ফাংশানে গান গেয়েছেন সোনু নিগম

দাউদের সঙ্গে পরিচিতিই কি শেষ করে দেয় মন্দাকিনির কেরিয়ার?

কিচ্ছা সুদীপের সাড়া জাগানো ছবিগুলো কী জানেন?

মা হতে চলেছেন বিপাশা বসু, শীঘ্রই ঘোষণা করবেন তারকা দম্পতি

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রাখী

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন