‘তারক মেহতা…’য় দয়াবেন কি ফিরছেন? জেঠালাল কী ইঙ্গিত করলেন?

0

মুম্বই: জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য় দয়াবেন হিসাবে দিশা বকানি কি ফিরছেন? দিশা ২০১৭-য় মাতৃত্বকালীন ছুটি নিয়ে চলে যাওয়ার পর থেকেই এই প্রশ্ন দর্শকদের মনে উঁকিঝুঁকি মারছে।

দিশা বকানি ফিরবেন না কি দয়াবেনের চরিত্রে অন্য কাউকে দেখা যাবে, সেটাই এখন দেখার। তবে যা-ই হোক না কেন, সম্প্রতি জেঠালাল তথা দিলীপ জোশি যে ইঙ্গিত করেছেন, তাতে দয়ার ফেরা নিয়ে জল্পনা আবার বেড়ে গিয়েছে।

‘তারক মেহতা…র’ সাম্প্রতিকতম এপিসোডে দেখা গিয়েছে, রোশনকে জেঠালাল বলছেন, তাঁর স্ত্রী ২-৪ দিনের মধ্যে ফিরলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। দয়াবেন সম্পর্কে জেঠা নানা কথা বলছেন। বলছেন, অমদাবাদ চলে যাওয়ার পর থেকে দয়া আর ফেরেনি। সেই সময়ে তারক বলছেন, অমদাবাদ তো বেশি দূরে নয়। জেঠা গিয়ে দয়াকে বাড়িতে নিয়ে আসুক।

জেঠালালকে দেখে তখন দুঃখী দুঃখী মনে হচ্ছে। তারককে বলছেন, যখনই তিনি দয়াকে বাড়িতে নিয়ে আসার প্ল্যান করেছেন, তখনই কোভিডবিধি বাধ সেধেছে, সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে। জেঠালাল বলছেন, কোভিড শেষ হলেই তিনি, দয়া আর তাঁদের পরিবার যাত্রায় যাবেন। শেষে কৃষ্ণণ আইয়ার যখন জানতে চাইলেন, তা হলে জেঠা কী করবেন, জেঠা বললেন সব কিছুই নির্ভর করছে দয়ার উপর।

এই পর্ব দেখার পর দর্শকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে সিরিয়াল নির্মাতারা নতুন দয়াবেনের খোঁজ পেয়েছেন নাকি দিশা বকানিই ফিরছেন। যা-ই হোক, দর্শকরা কিন্তু আর অপেক্ষা করতে পারছেন না। পাঁচ বছর হতে চলল, দয়াবেন নেই। তাঁদের দাবি দয়াকে চাই-ই।

কিছু দিন আগে প্রযোজক অসিত মোদীকে দয়ার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ইটাইমস-কে তিনি বলেছিলেন, “মাঝে মাঝে মনে হয় আমারই দয়াবেন হওয়া উচিত। বহু বছর ধরে তাঁর ফেরা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর ফেরার জন্য আমরা এখনও অপেক্ষা করে আছি। তিনি যদি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তা হলে নতুন দয়াকে নিয়ে শো চলবে।”

আরও পড়তে পারেন

চর্চায় ‘দ্য কাশ্মীর ফাইলস’, অথচ এখনও দেখেননি মূল অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ!

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.