ওয়েবডেস্ক: সাহেব বিবি গোলামস মাছের ঝোল- পরপর দুই বছরে দুটি ছবিতে তিনি দর্শকমন জয় করেছেন। প্রতিম ডি গুপ্ত। ইংবাজি বছর মাঝখানে চলে এলেই তাঁর ছবির অপেক্ষা শুরু করে মননশীল বাঙালি। এবার তাঁর ঝুলিতে চারটি গল্প। একটি গল্পে দুই চোর ঋত্বিক ও পার্নো। অন্য গল্পে বয়স্কদের প্রেম করতে শেখাবেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। আর একটি গল্পে রয়েছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী। চতুর্থটিতে পাওলি দাম ও আদিল হোসেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত।
‘আহা রে মন’ রিলিজ করবে ২২ জুন। বুধবার রিলিজ হল ট্রেলার। দেখে নিন।