Suicide
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: কুশল পাঞ্জাবির পর এ বার সেজল শর্মা। ফের আত্মঘাতী হলেন মুম্বইয়ের বিনোদন জগতের নামী মুখ।

‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র ছিলেন সেজল। ছোটোপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর দেহ উদ্ধার হয়েছে শুক্রবার রাতে। পুলিশের দাবি নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেছেন সেজল।

সেজলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহ-অভিনেতা অরু কে ভার্মা। তিনিও ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালেই অভিনয় করেন। এক সংবাদমাধ্যমে তিনি জানান, ‘‘হ্যাঁ, এটা সত্যি। এই খবর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রবিবার হোয়াটসঅ্যাপে অনেক ক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।’’

সেজলের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থার খবর অনুসারে, আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে। যদিও তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন পথ দেখাল মহারাষ্ট্র, স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল আরও তিন রাজ্য

২০১৭ সালে রাজস্থানের উদয়পুর থেকে মুম্বই চলে এসেছিলেন সেজল।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন