চলতি বছরে আর কী কী ছবি উপহার দিচ্ছে বলিউড ?

0

এ তালিকা পরিবর্তন হতেই থাকে। কখনও সেন্সর সংক্রান্ত সমস্যায়, কখনও বা বাণিজ্যিক কারণে। আবার একেবারে হিসেবে না থাকা কোনও ছবিও হয়ে যেতে পারে রিলিজ। তবু এখন অবধি যা খবর মিলছে, তার ভিত্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত রিলিজ হতে চলা ১৯টি হিন্দি সিনেমার তালিকা তৈরি করে দিল খবর অনলাইন।

৫ আগস্ট      বুধিয়া সিং- বর্ন টু রান      মনোজ বাজপেয়ি, তিলোত্তমা সোম

১২ আগস্ট      মহেঞ্জো দাড়ো                  হৃত্বিক রোশন, পূজা হেগড়ে

১২ আগস্ট      রুস্তম                            অক্ষয় কুমার, ইলিনা ডিক্রুজ

১৯ আগস্ট      হ্যাপি ভাগ যায়েগি         অভয় দেওল, জিমি শেরগিল

bar-bar-dekho

২৫ আগস্ট      এ ফ্লাইং জাঠ               টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজ

২  সেপ্টেম্বর     আকিরা                    সোনাক্ষী সিনহা, কঙ্কনা সেনশর্মা

৯ সেপ্টেম্বর     বার বার দেখো          ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা

১৬ সেপ্টেম্বর    রাজ রেবুত             ইমরান হাসমি, কৃতি খারবান্দা

dhoni

১৬ সেপ্টেম্বর    পিঙ্ক                                অমিতাভ বচ্চন, তাপসী পান্নু

২৩ সেপ্টেম্বর    ব্যাঞ্জো                             রীতেশ দেশমুখ, নার্গিস ফকরি

৩০ সেপ্টেম্বর    ধোনি আনটোল্ড স্টোরি   সুশান্ত সিং রাজপুত, কিয়ারা আডবাণী

৭  অক্টোবর   মির্জা                                 হর্ষবর্ধন কাপুর, শায়ামি খের

zindegi

২৮ অক্টোবর   শিবায়                              অজয় দেবগণ, শায়েসা সায়গল

২৮ অক্টোবর   অ্যায় দিল হ্যায় মুশকিল     রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা

১১ নভেম্বর    রক অন ২                          ফারহান, অর্জুন, প্রাচী

২৫ নভেম্বর    ডিয়ার জিন্দোগি                 শাহরুখ খান, আলিয়া ভাট

dangal

২৫ নভেম্বর    কাহানি ২               বিদ্যা বালন, অর্জুন রামপাল

৯ ডিসেম্বর    বেফিকর                রণবীর সিং, বাণী কাপুর

২৩ ডিসেম্বর   দঙ্গল                   আমির খান, ফতিমা সানা শেখ

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন