ফের একবার ধরা দিয়ে চর্চায় পোশাকহীন উরফি

0

নিত্য নতুন পোশাক পরে তিনি সকলকে চমকে দেন৷ সারা গায়ে সুতো জড়ানো৷ সম্প্রতি বিনা পোশাকে ফের একবার ধরা দিয়ে চর্চায় তিনি। হ্যাঁ তিনি আর কেউ নন , সে হল উরফি জাভেদ।

Urfi 2

মুম্বইয়ের রাস্তায় উরফি বেরোলেই পাপারাৎজির ক্যামেরা ছুটতে শুরু করে তাঁর পিছনে। নেটমাধ্যমে জনপ্রিয় তিনি। সম্প্রতি নেটমাধ্যমে নতুন ভিডিয়ো শেয়ার করে চর্চায় উরফি। যা দেখে রীতিমতো চমকে উঠেছে নেটিজেন।

Urfi 3

সারা গায়ে কচি কলাপাতা রঙের সুতো জড়ানো, ত্বকের রঙের অন্তর্বাস, দুই হাত দিয়ে স্তন দুটো ঢেকে ভিডিয়ো শেয়ার করেছেন। মাথায় খোঁপা করে দিলেন গোলাপ ফুল৷ সুন্দর করে সাজলেন৷

উরফির এই ‘অর্ধনগ্ন’ লুক দেখে চমকে উঠেছেন নেটিজেন। যদিও এই প্রথম নয়, এর আগে একাধিকবার বিনা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন উরফি। তাঁর এই ভিডিয়ো দেখে ঝড় উঠেছে নেটমাধ্যমে।

আরও পড়তে পারেন :

ভাগাড় কাণ্ডের ভয়াবহতা উঠে এল ওয়েব সিরিজে

মাত্র ৭ বছর বয়সে অভিনয় করেছেন অভিনেত্রী মীনা কুমারী

ছোটো পর্দা থেকে বড় পর্দায় উত্থান ম্রুণাল ঠাকুরের

নিরাপত্তায় বন্দুক রাখার লাইসেন্স সলমনের

মুমতাজকে অভিনয় ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন শাম্মী কপূর, তার পর…

বিজ্ঞাপন