উরফি জাভেদ মানে এমনই নিত্যনতুন চমক। এখনও অভিনয় জগতে পা রাখতে না পারলেও বলিউডের সেনসেশন উরফি। কখনও গায়ে তার জড়িয়ে, কখনও সেফটিপিন, আবার কখনও বস্তা দিয়ে পোশাক পড়েন, আবার কখন সুতো জরিয়ে নেন। প্রতিবার নতুন চমক দেয় তার সাজসজ্জা। এবার অনাবৃত শরীরে একঢাল চুল দিয়ে ঢাকলেন বক্ষদেশ। তা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, শুধুমাত্র চুল দিয়ে ঢেকেছেন তাঁর স্তন। পরনে তাঁর শুধুই নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ। দু’হাত মাথার উপর ভাঁজ করলেন। সেই ভঙ্গিতেই ক্যামেরার সামনে পোজ দিলেন। এই পোস্ট করে ক্যাপশনে কিন্তু শুধুই ইমোজি দিয়েছেন উরফি। ইতিমধ্যেই উরফির এই ছবি ভাইরাল।
কয়েকদিন আগে হাত দিয়ে স্তন ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন উরফি। আর সেই ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়তে পারেন :
সারা শরীর কাদায় মাখামাখি শেহনাজের
গানের জাদুতে নিজের জায়গা করেছেন কিশোর কুমার
ক্রিকেটার হতে চেয়েও বলিউডে সফল বিশাল ভরদ্বাজ
১২ বছরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন দাবাং গার্ল
দক্ষিণী ছবির দুনিয়ায় বাঙালি অভিনেতা, ‘সীতারমণ’-এ বিশেষ চরিত্রে যীশু