উরফি জাভেদের ফ্যাশন মানেই বোল্ড স্টাইল। সব সময় শিরোনামে থাকতে পছন্দ করেন উরফি। সাহসী পোশাক দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেই চলেছেন।এই কাজের জন্য কম কটাক্ষ শুনতে হয় না তাঁকে। পোশাক নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন উরফি।

সম্প্রতি উরফির এক ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শরীরের ওপরের অংশ ঢাকতে প্যান্টের বেল্ট পরে ছেন। তা ভাইরাল হওয়া মাত্র ট্রোল হয়েছেন উরফি।
আবার অনেকে প্রশ্ন করেছেন কেন তাকে মাঝে মধ্যেই বিমান বন্দরের দেখা যায়। অবশ্য ট্রোলারদের পাল্টা উত্তর দিয়েছেন। জুতোতে লাগানো লিপস্টিক বার করে উরফি বলেছেন তিনি যা খুশি করতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাতে কার কি।
আরও পড়তে পারেন :
পর্দায় ফিরছে বাঙালির আইকনিক হিরো, উত্তম রূপে নজর কাড়ল শাশ্বত, ‘অচেনা উত্তম
ভক্তদের উড়েছে ঘুম, সাদা বডিকন ড্রেসে আরও মোহময়ী এষা