খবরঅনলাইন ডেস্ক: বেশ কয়েক দিন পর ফের কোভিড হানা দিল টলিউডে। এ বার আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তবে স্বস্তির খবর এই যে তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেত্রীর।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ সময় পর কাজে ফিরেছিলেন অভিনেত্রী, বৃদ্ধাশ্রম ‘টু’-এর শ্যুটিংয়ে ছিলেন তিনি। শুটিং চলাকালীনই জ্বর আসে তাঁর। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। এরপর তাঁর কোভিড-১৯ (Covid 19) রিপোর্ট পজিটিভ আসে। তবে আর গুরুতর কোনো সমস্যা না থাকায় হাসপাতালে ভরতি করানো হয়নি তাঁকে।
আপাতত অনেকটাই সুস্থ আছেন ৭৯ বছর বয়সী অভিনেত্রী। তাঁর ক্ষেত্রে শুধুমাত্র এই বয়সটাই উদ্বেগের কারণ চিকিৎসকদের কাছে।
কোভিডে এর আগে আক্রান্ত হয়েছে টলিউডের বহু তারকা। কোয়েল মল্লিক,রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী থেকে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের কন্যা পৌলমীও বর্তমানে কোভিডে আক্রান্ত। তবে রাজ্যে কোভিডের দাপট অনেকটাই ঝিমিয়ে আসায় ভবিষ্যতে টলিউডেও এর প্রকোপ কমবে বলে মনে করছেন তারকারা।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”