Homeবিনোদনপ্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রকাশিত

প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের মাধ এলাকার নিজ বাসভবনেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

পরিচালকের মৃত্যু সংবাদটি প্রথমে সামনে আনেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, সকালেই আচমকা অসুস্থ বোধ করেন পার্থ। তখনই বলেন, একটু খোলা হাওয়ায় হাঁটতে চান। বাড়ির বাগানে হাঁটার সময়ই বুকে অস্বস্তি শুরু হয়। তড়িঘড়ি প্রথমে এক হাসপাতালে এবং পরে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান বর্ষীয়ান পরিচালক।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দম্পতি নিঃসন্তান। স্বামীর আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী।

নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক ছবির পরিচালনায় নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন পার্থ ঘোষ। তাঁর পরিচালিত ১৯৯৬ সালের ছবি ‘অগ্নিসাক্ষী’ মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ এবং নানা পটেকরের অভিনয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কেবল বাণিজ্যিকভাবে নয়, এই ছবি হিন্দি চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করেছিল।

পরের বছর, ১৯৯৭-এ মুক্তি পায় ‘গুলাম এ মুস্তাফা’, যেখানে ছিলেন রবীনা টন্ডন ও নানা পটেকর। এটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছিল। এ ছাড়াও তাঁর ‘হান্ড্রেড ডেজ়’ ছবিটিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যা থ্রিলার ঘরানার মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিল।

ছবির পাশাপাশি পার্থ ঘোষ হিন্দি এবং বাংলা টেলিভিশনেও কাজ করেছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তাঁর পরিচালনায় হিন্দি সিনেমায় পা রাখেন ১৯৯৪ সালের ‘তিসরা কৌন’ ছবির মাধ্যমে।

সম্প্রতি জানা গিয়েছিল, তিনি তাঁর জনপ্রিয় ছবি ‘অগ্নিসাক্ষী’ ও ‘হান্ড্রেড ডেজ়’-এর সিকুয়েল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হল না।

ঋতুপর্ণা জানান, “পার্থদা অত্যন্ত শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন। এত সাফল্যের পরেও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি সত্যিই এক মাটির মানুষ ছিলেন।”

চলচ্চিত্র দুনিয়া এক নির্ভরযোগ্য, সৃজনশীল এবং প্রতিভাবান পরিচালকের চলে যাওয়ায় শোকাহত।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে