ms dhoni, priya prakash varrier

ওয়েবডেস্ক: এই মুহূর্তের সব থেকে বড়ো ভাইরাল বা বলা যেতে পারে সবার মুখে ঘুরে বেড়ানো নাম প্রিয়া প্রকাশ ভারিয়ার। সেই প্রিয়া একটি সাক্ষাৎকারে নিজের ‘ক্রাশ’ নিয়ে যা বললেন তা নিয়ে শোরগোল সারা ভারতে।

একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মুহূর্তে সব টিন-এজ যুবকদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই মালায়ালি অভিনেত্রী জানিয়েছেন, তাঁর একমাত্র এবং প্রিয় পুরুষ কোনো দক্ষিণী খেলোয়াড় বা নায়ক নন। তাঁর কাছে শ্রেষ্ঠ এবং অবশ্যই ‘প্রিয়’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি। তিনি বরাবরই ধোনির খেলা খুব উপভোগ করেন এবং ক্রিকেটও যে তাঁর খুব প্রিয় তা জানাতে ভোলেননি প্রিয়া। তিনি এ-ও জানিয়েছেন, কোনো দিন সুযোগ পেলে তিনি নিশ্চয়ই তিনি তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন।

তবে শুধু তা-ই নয়, ‘মাণিক্য মালারায়া পূভী’ খ্যাত এই অভিনেত্রী দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁকে এতটা কাছে করে নেবার জন্য এবং আগামী দিনেও তিনি যে দর্শকদের মন জয় করবেন তা জানাতে ভোলেননি তিনি।

 

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here