Priya-Prakash-Varrier

ওয়েবডেস্ক : এবার শুধু কাবু নয় এক্কেবারে কাত করার অস্ত্র  ছুঁড়ে দিয়েছেন প্রিয়া প্রকাশ বরিয়ার। স্কুলজীবনে প্রেমে পড়ার দিনগুলো স্বভাবতই কেউই ভুলে যাননি। ভ্যালেন্টাইনের এই মরশুমে সেই দিনগুলোকে আবার চাঙ্গা করতে ‘ওরু আদর লাভ’ নামের সেই দক্ষিণী ছবির ‘মাণিক্য মালারায়া পুবি’ গানের আরও একটা টিজারই যথেষ্ট।

এবার আর ১০ সেকেন্ডে আটটি এক্সপ্রেশন নয়, একেবারে হৃদয়কে এ ফোড় ও ফোড় করে দেওয়ার জন্য মোক্ষম গুলি চালিয়েছেন সারা দেশের ‘দিল কী ধরকন’ প্রিয়া প্রকাশ বরিয়ার। তিনি উড়ন্ত চুম্বনকে হাতবন্দুকে বন্দী করে তাক করেছেন প্রেমিক রোশন আবদুল রাহফ-এর দিকে। আর সেই গুলিতে মুর্ছা গেছেন রোশন।

তবে ভিডিওটা দেখলে যে আপনিও একই ভাবে মুর্ছা যাবেন সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই। মুর্ছা যাবেন এমনটা বিশ্বাস করেই এক বার দেখে নিন ভিডিওটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here