paoli dam

ওয়েবডেস্ক: দেখতে দেখতে সেই দিন এসেই গেল! এসে গেল সাতপাকে আর অগ্নিসাক্ষীর অঙ্গীকারে বিয়ের মুহূর্ত। বলাই বাহুল্য, সাঁঝবেলার সাজের প্রস্তুতি নিয়েই আপাতত ব্যস্ত পাওলি দাম।

পাত্র গুয়াহাটির ধনী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব। ঘনিষ্ঠ এক বন্ধুর দেওয়া পার্টিতে প্রথম আলাপ হয় দুজনের। সেখান থেকে মন বিনিময়। এবার সেই মন বদলের মুহূর্তই বদলে যেতে চলেছে মালাবদলের শুভক্ষণে।

জানা গিয়েছে, তাজ বেঙ্গল হোটেল সেজে উঠেছে নায়িকার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে। সেখানে বিয়ের পর প্রীতিভোজের অনুষ্ঠান হবে গুয়াহাটিতে। প্রথমে কথা ছিল, বিয়ের পর গুয়াহাটি-কলকাতায় যাওয়া-আসা মিলিয়েই ঘরকন্নায় মন দেবেন নায়িকা। আপাতত খবর, বিয়ের পরে বালিগঞ্জে আলাদা এক বাড়িতে থাকবেন নবদম্পতি।

বিয়ের দিন বাঙালি সাজে ধরা দিলেও আচার-অনুষ্ঠানে মেহেন্দি-সঙ্গীত বাদ দেননি বলিউডে ঝড় তোলা এই নায়িকা। সে সবের পর আজ সকালে গায়ে হলুদও হয়ে গিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে ভাইরাল-ও হয়ে গিয়েছে তাঁর মেহেন্দি-সঙ্গীতের নাচের ভিডিও। ভাইরাল হয়েছে তাঁর গায়ে হলুদের ছবিও।

দেখতেই তো পাচ্ছেন সেই ভিডিও আর ছবি! এবার তাহলে প্রিয় নায়িকাকে শুভেচ্ছা জানাবেন না?

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here