ওয়েবডেস্ক: ছবির নামে আগে শেষ শব্দটাই এসেছে একশো বার! তা বলে শুটিং তো আর শেষ হয়ে যায়নি! বরং এই সবে শুরু! কাজেই প্রত্যাশায় রয়েছে টলিউড- এ বার এক এক করে অনেক নেপথ্য দৃশ্যই আসবে চোখের সামনে।
এটা মোটামুটি অনেকেই জানেন- রাজ চক্রবর্তী বেশ অনেক দিন ধরেই এখন রয়েছেন লন্ডনে। কোয়েল মল্লিক আর জিতের সুপারহিট জুটিকে তিনিই ফিরিয়ে আনছেন বেশ কয়েক বছর পরে তাঁর শেষ থেকে শুরু ছবিতে। ফলে, রেকি চলছে, নেওয়া হচ্ছে শুটিংয়ের উদ্যোগ।
আরও পড়ুন: শেষমেশ শুটিং শুরু করলেন জেকো, খুশি রাজ চক্রবর্তী, দেখুন তাঁদের উচ্ছ্বাসের মুহূর্ত
কিন্তু এ বার যখন জিৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লন্ডনের এক ভিডিও পোস্ট করলেন, তখন চমকে উঠলেন সবাই। মানে, টের পেলেন, নায়কও এর মধ্যেই চলে গিয়েছেন সেখানে, কিছু অংশের শুটিং শেষ করে তার পরেই ফিরবেন আর কী সবাই শহরে!
তা বলে, যে ভিডিওটা পোস্ট করেছেন জিৎ, সেটা কিন্তু শুটিং সংক্রান্ত নয়। এ লন্ডনের পার্কে কিছুটা নির্ভার সময় কাটানোর মুহূর্ত। দেখা যাচ্ছে, এক অপরিচিতার সঙ্গে ভারী মিষ্টি দুই কুকুর দেখে বেশ খুশি হয়ে উঠেছেন নায়ক! তার পর?
নিজেই সরাসরি দেখে নিন না ভিডিওয়!