ওয়েবডেস্ক: একটা দিনও এমন যায় না, যেদিন প্রিয়াঙ্কা চোপরা সংবাদের শিরোনামে থাকেন না। সলমনের ভারত ছবিতে সই, তারপর সেই ছবি ত্যাগ, নিক জোনাসের সঙ্গে বিয়ে, হলিউড মুভি কাউবয় নিনজা ভাইকিং-এ সই—প্রতিদিন কোনো না কোন ভাবে প্রচারের আলোয় থাকছেন পিগিচপস। সেই তালিকায় এবার নতুন চমক।
প্রিয়াঙ্কার হলিউড টিভি সিরিজ কোয়ান্টিকোর এ বছরই শেষ পর্ব। সেই কোয়ান্টিকো থ্রি-তে সহ অভিনেতা অ্যালান পাওয়েলের সঙ্গে তীব্র আবেগময় চুম্বনের দৃশ্য হয়ে গেল ভাইরাল। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার এক ফ্যান পেজেই লিক করা হয়েছে ভিডিওটি। বালই বাহুল্য পরিকল্পিত ভাবেই করা হয়েছে। কোয়ান্টিকোর আগের সিজনেও গাড়ির মধ্যে প্রিয়াঙ্কার একটি অন্তরঙ্গ দৃশ্য এভাবেই আগেভাগে লিক করে দেওয়া হয়েছিল।
অবশ্য শুটিং চলাকালীনই পাওয়েলের সঙ্গে চুম্বন দৃশ্যর ছবি পোস্ট করা হয়েছিল সোশাল মিডিয়ায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।