আরও পড়ুন : কোথায় অভিনেতা কাদের খান দীপিকা জানিয়েছেন, ‘‘আমি খুবই ভাগ্যবান যে সঞ্জয় লীলা বনশালীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি। পাঁচ বছর ধরে পিঠোপিঠি আমি তাঁর তিনটি ছবিতে কাজ করেছি। প্রতিটা চরিত্রই বেশ চ্যালেঞ্জিং।’’ বড় বাজেটের ছবি প্রসঙ্গে পদ্মাবতীর অভিনেত্রী বলেন, ‘‘ কেন বড় বাজেটে ছবির প্রয়োজন? আমাদের কি পদ্মাবতীর মতো বড়ো বাজাটের ছবি বানানোর প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। সিনেমা এখন সেই দিকেই যাচ্ছে। দর্শকের চাহিদা, সিনেমা শিল্পের বৃদ্ধি, শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে কতটা আমরা এগোলাম এ সব কিছুই নির্ভর করছে। আমাদের একটা ঘোড়া থাকলে হবে না, একশটা ঘোড়া থাকতে হবে এবং তাকে দশ হাজার ঘোড়া বানাতে হবে।’’ ]]>
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।