Deepika Padukone on Padmavati

ওয়েবডেস্ক : সোমবার হেমা মালিনীর আত্মজীবনী ড্রিম গার্ল প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন। সেই প্রকাশ অনুষ্ঠানে খুব স্বাভাবিক ভাবে উঠে আসে ‘পদ্মাবতী’ প্রসঙ্গ। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবিটি খুব শীঘ্রই মুক্ত পেতে চলেছে। ছবিতে রাজপুত রানি পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। ছবিটি নিয়ে বলতে গিয়ে বড় বাজেটের ছবির পক্ষেই সাওয়াল করলেন দীপিকা।

৩১ বছর বয়সী দীপিকা পদ্মাবতীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য ন’মাস ধরে প্রায় দিনরাত এক করে পরিশ্রম করেছেন। প্রতি মুহূর্তে চরিত্রের প্রয়োজনে নিজেকে নিখুঁত করে তুলেছেন।

আরও পড়ুন : কোথায় অভিনেতা কাদের খান 

দীপিকা জানিয়েছেন, ‘‘আমি খুবই ভাগ্যবান যে সঞ্জয় লীলা বনশালীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি। পাঁচ বছর ধরে পিঠোপিঠি আমি তাঁর তিনটি ছবিতে কাজ করেছি। প্রতিটা চরিত্রই বেশ চ্যালেঞ্জিং।’’

বড় বাজেটের ছবি প্রসঙ্গে পদ্মাবতীর অভিনেত্রী বলেন, ‘‘ কেন বড় বাজেটে ছবির প্রয়োজন? আমাদের কি পদ্মাবতীর মতো বড়ো বাজাটের ছবি বানানোর প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। সিনেমা এখন সেই দিকেই যাচ্ছে। দর্শকের চাহিদা, সিনেমা শিল্পের বৃদ্ধি, শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে কতটা আমরা এগোলাম এ সব কিছুই নির্ভর করছে। আমাদের একটা ঘোড়া থাকলে হবে না, একশটা ঘোড়া থাকতে হবে এবং তাকে দশ হাজার ঘোড়া বানাতে হবে।’’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here