ওয়েবডেস্ক: ফিনল্যান্ডে হইচই সেরে এসে যে কলকাতায় হেনস্তার শিকার হবেন, তা কি দুঃস্বপ্নেও কল্পনা করতে পেরেছিলেন দেব?
নিজেই জানাচ্ছেন নায়ক, প্রিয়াঙ্কা সরকার আর ঊষা উত্থুপের সঙ্গে তিনি গিয়েছিলেন শহরের এক বিগ বাজেট কালীপুজোর উদ্বোধনে। “আমি একটা ফাটা জিন্স পরে গিয়েছিলাম। আর যায় কোথায়! ঊষাদি সেটা দেখে সারাটা অনুষ্ঠান বলে গেলেন- তোমার কি পয়সার অভাব হয়েছে, এ রকম একটা জিন্স পরে এসেছো কেন! এখানেই থামলেন না তিনি! আমায় রীতিমতো বকাঝকাও করতে থাকলেন পুজোর দিনে এমন ছেঁড়া জিন্স পরেছি বলে! আমি তো বোঝাতেই পারি না যে ওটা ফ্যাশন”, জানাচ্ছেন নায়ক!
View this post on Instagram
আরও পড়ুন: ছুটি থেকে ফিরে মনমরা রুক্মিণী, যদিও ঘাবড়ে দেবে দেবের উচ্ছ্বাসের ভিডিও
তার পরে জানাচ্ছেন, এক সময়ে সবার সামনে তাঁকে কেমন হেনস্তা করলেন ঊষা! “একটা সময়ে ঊষাদি আমার পা-টা টেনে একটা টেবিলে রাখলেন। ব্যাগ থেকে বের করলেন ছুঁচ-সুতো। তার পরে ছেঁড়া জায়গাটা সেলাই করতে বসে গেলেন! আমি তো অপ্রস্তুত! শেষে কান ধরে ক্ষমা চাইতে হল! আমি আর কোনো দিন অন্তত ওঁর সামনে ছেঁড়া জিন্স পরে যাব না”, বলছেন দেব!