হুইল চেয়ারে কাদের খান[/caption]
অভিনেতার বউমা জানিয়েছেন, ‘‘তিনি কথা স্পষ্ট বলতে পারেন না। যা বলেন তা আমি এবং আমার স্বামী বুঝতে পারি। তবে তিনি বেশ আনন্দেই আছেন। আমি এবং আমার দুই সন্তান সাইমা এবং হামজা তাঁকে ছোটো শিশুর মতো দেখি।’’
হাঁটতে সমস্যার কারণ হিসাবে কাদেরের ছেলে জানিয়েছেন, হাঁটুর অস্ত্রোপচারের পর রাজাবাবুর অভিনেতা চিকিৎসকদের পরামর্শ মেনে চলেননি। চিকিৎসকরা বলেছিলেন, অস্ত্রোপচারের পরের দিন থেকেই তাঁকে হাঁটাচলা করতে। কিন্তু তিনি আর ওঠেনইনি।
তা ছাড়া ভালোই আছেন কাদের খান, জানিয়েছেন তাঁর ছেলে। ‘‘বাবা এখন কানাডার নাগরিক। সেখানেই তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধু গোবিন্দা এবং শক্তি কাপুর সহ অনেকেরই কথা মনে করেন। তবে স্পষ্ট করে বলতে পারেন না’’, জানিয়েছেন সরফরাজ।]]>
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।