মুম্বই: জেঠালালের বউ, টাপ্পুর মা, চম্পকলালের পুত্রবধূ বাপের বাড়ি গেছে তো গেছেই। পাঁচ বছর হয়ে গেল দয়াবেনের ফেরার নাম নেই। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য় জেঠালালের সংসার আজও গৃহিণী-শূন্য।
দয়াবেন তথা মুম্বই টিভি সিরিয়াল জগতের বিখ্যাত অভিনেত্রী দিশা বকানি বিয়ের পরে ২০১৭ সালে মা হন। সেই সময়ে তিনি শো থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন।
সেই ছুটি কবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু দিশা আজও শোয়ে ফিরে আসেননি। তাঁর গুণমুগ্ধ দর্শকরা তাঁর পথ চেয়ে বসে আছেন। কিন্তু সে গুড়ে বালি। আর দিশার জনপ্রিয়তা এমনই, যে শোয়ের নির্মাতারা তাঁর জায়গায় যে অন্য কাউকে নিয়ে আসবেন তার সাহস করছেন না। দয়াবেনের চরিত্রে কোনো নতুন মুখকে দর্শকরা কী ভাবে নেবেন, সে সম্পর্কে তাঁরা সন্দিহান।
এ দিকে নির্মাতারা দিশাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। কিন্তু দিশার সঙ্গে তাঁদের সামনাসামনি কোনো কথা হয়েছে কি না তা জানা যাচ্ছে না।
কিন্তু কেন ফিরছেন না দিশা? জানা গিয়েছে, ফিরে যাওয়ার শর্ত হিসাবে তাঁর স্বামী সিরিয়াল নির্মাতাদের কাছে বেশ বড়ো দাবি রেখেছেন। সে সব দাবি মেটানো নির্মাতাদের কাছে খুব মুশকিল হয়ে উঠেছে।
প্রথম দাবি হল, দিশাকে প্রতি এপিসোডের জন্য দেড় লক্ষ টাকা করে পারিশ্রমিক দিতে হবে।
দ্বিতীয় দাবি হল, দিশা দিনে মাত্র তিন ঘণ্টা কাজ করবেন।
আর তৃতীয় এবং সর্বশেষ দাবি, সেটে একটা নার্সারি রাখতে হবে, যেখানে দিশার শিশুসন্তান ও তার দিদিমা থাকবেন।
এখন দেখার, সিরিয়াল নির্মাতারা দিশার স্বামীর এই সব দাবি পূরণ করতে পারেন কি না।
আরও পড়তে পারেন
ভিকি কৌশলকে ছাড়াই একা মলদ্বীপে ক্যাটরিনা কাইফ, হঠাৎ কী হল
সাধারণতন্ত্র দিবসের ছুটিতে ঘরে বসে এই ছবিগুলো দেখে উদ্বুদ্ধ হোন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।