ওয়েবডেস্ক: এক যুগ আগের একটি ছবিতে বাবা উইল স্মিথের সাথে তাঁর অভিনয় দিয়েই সাড়া ফেলেছিল বছর ছয়েকের জ্যাডেন স্মিথ। ছবির নাম ‘পারসুইট অব হ্যাপিনেস’। সেই জ্যাডেন এক ১৯ বছরের তরুণ। অভিনয় এবং র্যাপের দুনিয়ায় সাড়া ফেলেছেন ইতিমধ্যে। এ হেন জ্যাডেন কি না শখ হল বিলিউডের ছবিতে কাজ করার। অমনি বাবু সাত সকালে টুইট করে জানিয়ে দিলেন নিজের সাধের কথা। বাকিটুকু যা করার, করে দিল টুইটার নিজেই। কয়েক ঘণ্টার মধ্যেই টুইটে টুইটে ছয়লাপ গোটা সোশ্যাল মিডিয়াটাই। বলিউডের সব হিট হিট ছবির পোস্টারে দেখা গেল জ্যাডেনের মুখ। মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন কোনোটায়। কোথাও আবার দীপিকার সঙ্গে নাচ করছেন।
I Wanna Be In A Bollywood Movie 🎥
— Jaden Smith (@officialjaden) December 27, 2017
টুইটারে জ্যাডেনের অনুগামীরা ‘ওম শান্তি ওম’ এর ছবি পোস্ট করলেন। শাহরুখের মুখের জায়গায় ফটোশপ করে বসানো আছে জ্যাডেনের মুখ।
Say no more pic.twitter.com/w8mEcdPkhn
— Bridget G. (@bgigglings) December 27, 2017
কভি খুশি কভি গম-এর পোস্টারটি মিস করবেন না।
Say no more 👌🏽 pic.twitter.com/6TD17HK4kV
— Saba Hussain (@SabaHussain_) December 27, 2017
বাদ পড়েনি বলিউডের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাবসা করা ছবি ‘দঙ্গল’ও। আমিরের মুখ বাদ পড়েছে সেখান থেকে। জুড়ে দেওয়া হয়েছে জুনিয়র উইল স্মিথের মুখটি।
I gotchu fam pic.twitter.com/SJKQDJU2fv
— 🅱hargav (@ThatIndianGuy) December 27, 2017
আহা, এত ছবির কথা বলছি, তালিকায় বাহুবলী থাকবে না, তা কি হয়?
Well…. why so serious 😶 pic.twitter.com/EaMyj4z4aq
— No one (@sanmistryious) December 27, 2017
কার মুখ দেখে উঠেছিলেন জ্যাডেন কে জানে? কথায় বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। বছর শেষের ইচ্ছেগুলোও কি তেমনই?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।