‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার ঘিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমার প্রিমিয়ারে অভিনেতা অল্লু অর্জুন উপস্থিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টা নাগাদ অভিনেতার আগমনের খবরে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও।
পুলিশ সূত্রে জানা গেছে, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর আহত অবস্থায় ওই মহিলার ন’বছরের পুত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত মহিলার নাম রেবতী। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে প্রিমিয়ারে এসেছিলেন।
অল্লু অর্জুন এবং সিনেমার কলাকুশলীদের দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষ। পরিস্থিতি সামাল দিতে আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু অভিনেতার আগমনের খবর ছড়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ।
পরে পুলিশি পাহারায় অল্লু অর্জুন প্রেক্ষাগৃহ থেকে বের হন। ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।