ওয়েবডেস্ক: সানি লিওনের বায়োপিক?
এই প্রশ্নটা করছেন অনেকেই! কিন্তু নায়িকার জীবন যে অন্য অনেকের চেয়ে অনেক বেশি পরিমাণে ঘটনাবহুল, তা কি অস্বীকার করা যায়?
ফলে জি৫ যখন তাদের ওরিজিনাল সিরিজের মধ্যে ‘করণজিৎ কৌর’ নামে সানি লিওনের বায়োপিক নিয়ে এল ওয়েব-সিরিজের রূপে, তখন তা একটা খবর হয়ে দাঁড়াল বইকি!
আশ্চর্য কী, এই বায়োপিকের স্রেফ মোশন পোস্টারটাই মুক্তির ২৪ ঘণ্টাও পেরনোর আগেই ইউটিউব-এ ৭ মিলিয়ন ভিউয়িংয়ের রেকর্ড গড়ে ফেলবে!
মোশন পোস্টারটার কাছ থেকে যা আশা করা গিয়েছিল, তার সব কটাই সে পূর্ণ করেছে। সেখানে দেখা যাচ্ছে করণজিতের ছোটোবেলার ছবি, স্কুলের দিনে। ধীরে ধীরে দেখা যাচ্ছে নায়িকার নানা কাছের জিনিসের ঝলক। দেখা যাচ্ছে, বিতর্কিত পেন্টহাউজ পত্রিকার প্রচ্ছদে তাঁর প্রথম ছবি!
আর কী নিয়ে এসেছে, এই মোশন পোস্টার, তা সরাসরি দেখে নিন ভিডিও থেকে। সঙ্গে চলুক অপেক্ষা, ১৬ জুলাই পর্যন্ত, তার আগে শুরু হবে না এই ওয়েব সিরিজ!