আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির হল গুগল ম্যাপস। ঠিকানা বলার পাশাপাশি এ বার গুগল ম্যাপস জানিয়ে দেবে বাতাসের গুণমান কেমন আছে।
সম্প্রতি বিভিন্ন দেশে নতুন ফিচার এনেছে গুগল ম্যাপস। এ বার অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স যাচাই করা যাবে। এই ফিচারটি ভারত ছাড়াও ১০০টির বেশি দেশে চালু হয়েছে। শীতের সময় বাড়তে থাকে বায়ুদূষণের মাত্রা। নির্দিষ্ট কোনও এলাকায় বায়ুদূষণ কেমন এ বার সেই ডেটা এক ক্লিকেই জানাবে গুগল।
২০০ কোটির বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে গুগল ম্যাপসের। বাড়ির বাইরে বাতাসের গুণমান কেমন তা এ বার সহজেই পরীক্ষা করা যাবে। গুগল ম্যাপস ওপেন করে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স অপশনে ক্লিক করলেই বেরিয়ে আসবে বিস্তারিত তথ্য। নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে দাবি করেছে গুগল।
সবুজ থেকে গাঢ় লাল পর্যন্ত একটি রংয়ের কোড সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। সবুজ রঙ মানে স্বাস্থ্যকর এবং গাঢ় লাল মানে অত্যন্ত দূষিত। বাতাসের গুণমান কেমন তা এই রংয়ের মাধ্যমে মূল্যায়ন করতে পারবেন ব্যবহারকারীরা। গুগল ম্যাপসের মোবাইল ও ওয়েব ভার্সন দুটোতেই কাজ করবে এই ফিচার। এই নতুন AQI ট্র্যাকারে দূষণের মাত্রা নির্দেশ করতে একটি সংখ্যাসূচক স্কেল ব্যবহার করা হয়েছে। বাতাসের গুণমানের সূচক ০ থেকে ৫০০। সংখ্যা যত বেশি ততই দূষিত বায়ু। (০-৫০: ভালো, ৫১- ১০০: সন্তুষ্টজনক, ১০১-২০০: মোটামুটি, ২০১-৩০০: খারাপ, ৩০১-৪০০: খুবই খারাপ, ৪০১-৫০০: গুরুতর)
কী ভাবে গুগল ম্যাপসের নয়া ফিচার ব্যবহার করবেন
প্রথমে গুগল ম্যাপস অ্যাপটি আপডেট করে নিন। তার পর ওপেন করে লোকেশন টাইপ করুন। এ বার লেয়ার্স আইকনে ট্যাপ করুন, যা ঠিক সার্চবারের নীচেই থাকবে। এখানে এয়ার কোয়ালিটি বেছে নিয়ে এয়ার কোয়ালিটি অপশনে ক্লিক করুন। ম্যাপসের যে কোনও লোকেশন ক্লিক করে বাতাসের গুণমান জানতে পারবেন ব্যবহারকারীরা। বিশ্বের যে কোনও জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করা যাবে গুগল ম্যাপসে।