Homeভ্রমণভ্রমণের খবরকুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

কুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

প্রকাশিত

পিথোরাগড় (উত্তরাখণ্ড): পর্যটকরা বিস্মিত। ওম পর্বতের মাথা থেকে বরফ সম্পূর্ণ উধাও। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। পর্যটকরা ভেবে আকুল। এরকম তো কখনও হয় না। ওম পর্বতের শীর্ষ বরফহীন, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের উপরের দিকে অঞ্চলে গত পাঁচ বছরে বরফপাত কম হচ্ছে। তার সঙ্গে বৃষ্টিপাতও বেশ কম হচ্ছে। ফলে বেড়েছে বিশ্ব উষ্ণায়ণ। আর তার সঙ্গে গাড়ির দূষণ তো রয়েছেই। তারই ফলে এই কাণ্ড ঘটছে। বিশেষজ্ঞরা এই ব্যাপারটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।  

পর্যটনের সঙ্গে জড়িত এক আধিকারিক বলেন, পর্বতশীর্ষ যদি দীর্ঘদিন ধরে বরফহীন থাকে, তাহলে এ অঞ্চলের পর্যটনের উপর তার প্রভাব পড়তে পারে।

ব্যাস উপত্যকার একটি জনপ্রিয় পর্যটনস্থল ১৪ হাজার ফুট উচ্চতার ওম পর্বত। পর্বতশীর্ষের বরফ এমন আকার ধারণ করে যেন মনে হয় ‘ওঁ’ লেখা আছে। তাই এই পর্বতের নাম ওম পর্বত।

এক পর্যটক বলেন, “১৬ আগস্ট ওখানে গিয়েছিলাম। যে পর্বতশীর্ষ সবসময়ে বরফে ঢাকা থাকে সেই ওম পর্বতকে বরফহীন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।”

গুঞ্জি গ্রামের বাসিন্দা ঊর্মিলা সানোয়াল বরফহীন ওম পর্বতের ছবি তুলেছেন। তিনি বলেন, ‘ওঁ’ আকারের পর্বতের মাথায় বরফ না থাকলে তাকে চেনাই যায় না।”

ধরচুলায় আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্পের দায়িত্বে যিনি রয়েছেন সেই ধন সিং বিশ্‌ত বলেন, “কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমে (কেএমভিএন) ২২ বছর ধরে চাকরি করছি। এই প্রথম বরফহীন ওম পর্বত দেখলাম।”

তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মনে আশা জাগিয়ে গত সোমবার আবার বরফ দেখা গিয়েছে ওম পর্বতে। পিথোরাগড়ের জেলা প্রশাসন ও কেএমভিএন-এর কর্মীরা, যাঁরা বরফহীন ওম পর্বতের ভাইরাল ছবি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন, তাঁরা পর্বতশীর্ষে তুষার দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।  

আলমোড়ার জিবি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট-এর অধিকর্তা সুনীল নৌটিয়াল বলেন, হিমালয়ের পরিবেশ সংবেদনশীল অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই বরফ উধাও হয়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়ণের পাশাপাশি এই বরফহীনতার একটা বড়ো কারণ এই অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ির চলাচল অত্যধিকভাবে বেড়ে যাওয়া।

গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোলিংকং-এ ঘুরে যাওয়ার পর থেকে এই অঞ্চলে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ব্যাস উপত্যকার গারবিয়াং গ্রামের বাসিন্দা কৃশ গারবিয়াল বলেন, “প্রধানমন্ত্রীর সফরের পর জোলিংকং থেকে আদি কৈলাসের দর্শন পাওয়ার জন্য আগত পর্যটকের সংখ্যা ১০ গুণ বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, হিমালয়ের এই সংবেদনশীল অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ি চলাচলে রাশ টানা উচিত।  

আরও পড়ুন   

বন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর     

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিশ্বে প্লাস্টিক দূষণের শীর্ষে ভারত, জমা বর্জ্যে ভরবে ৬০৪টি তাজমহল, বলছে গবেষণা

এক গবেষণায় দেখা গেছে, ভারত বছরে প্রায় ৯.৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করছে, যা ৬০৪টি তাজমহল ভরানোর মতো প্লাস্টিক দূষণের সমান। এ বিষয়ে আরও জানতে পড়ুন।

মানুষের মতোই কিছু প্রাণী নাম ধরে সঙ্গীদের ডাকে, কেউ কেউ অন্যদের স্বরভঙ্গি নকলও করতে পারে

কথায় বলে ‘নাম দিয়ে যায় চেনা’। মানুষ সামাজিক জীব। তারা একে অপরকে নাম ধরে...

বেশ কিছু জেলায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, বলছে সমীক্ষা  

গোটা দেশেই বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে ক্রমশ। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?