Homeপরিবেশকুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

কুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

প্রকাশিত

পিথোরাগড় (উত্তরাখণ্ড): পর্যটকরা বিস্মিত। ওম পর্বতের মাথা থেকে বরফ সম্পূর্ণ উধাও। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। পর্যটকরা ভেবে আকুল। এরকম তো কখনও হয় না। ওম পর্বতের শীর্ষ বরফহীন, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের উপরের দিকে অঞ্চলে গত পাঁচ বছরে বরফপাত কম হচ্ছে। তার সঙ্গে বৃষ্টিপাতও বেশ কম হচ্ছে। ফলে বেড়েছে বিশ্ব উষ্ণায়ণ। আর তার সঙ্গে গাড়ির দূষণ তো রয়েছেই। তারই ফলে এই কাণ্ড ঘটছে। বিশেষজ্ঞরা এই ব্যাপারটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।  

পর্যটনের সঙ্গে জড়িত এক আধিকারিক বলেন, পর্বতশীর্ষ যদি দীর্ঘদিন ধরে বরফহীন থাকে, তাহলে এ অঞ্চলের পর্যটনের উপর তার প্রভাব পড়তে পারে।

ব্যাস উপত্যকার একটি জনপ্রিয় পর্যটনস্থল ১৪ হাজার ফুট উচ্চতার ওম পর্বত। পর্বতশীর্ষের বরফ এমন আকার ধারণ করে যেন মনে হয় ‘ওঁ’ লেখা আছে। তাই এই পর্বতের নাম ওম পর্বত।

এক পর্যটক বলেন, “১৬ আগস্ট ওখানে গিয়েছিলাম। যে পর্বতশীর্ষ সবসময়ে বরফে ঢাকা থাকে সেই ওম পর্বতকে বরফহীন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।”

গুঞ্জি গ্রামের বাসিন্দা ঊর্মিলা সানোয়াল বরফহীন ওম পর্বতের ছবি তুলেছেন। তিনি বলেন, ‘ওঁ’ আকারের পর্বতের মাথায় বরফ না থাকলে তাকে চেনাই যায় না।”

ধরচুলায় আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্পের দায়িত্বে যিনি রয়েছেন সেই ধন সিং বিশ্‌ত বলেন, “কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমে (কেএমভিএন) ২২ বছর ধরে চাকরি করছি। এই প্রথম বরফহীন ওম পর্বত দেখলাম।”

তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মনে আশা জাগিয়ে গত সোমবার আবার বরফ দেখা গিয়েছে ওম পর্বতে। পিথোরাগড়ের জেলা প্রশাসন ও কেএমভিএন-এর কর্মীরা, যাঁরা বরফহীন ওম পর্বতের ভাইরাল ছবি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন, তাঁরা পর্বতশীর্ষে তুষার দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।  

আলমোড়ার জিবি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট-এর অধিকর্তা সুনীল নৌটিয়াল বলেন, হিমালয়ের পরিবেশ সংবেদনশীল অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই বরফ উধাও হয়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়ণের পাশাপাশি এই বরফহীনতার একটা বড়ো কারণ এই অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ির চলাচল অত্যধিকভাবে বেড়ে যাওয়া।

গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোলিংকং-এ ঘুরে যাওয়ার পর থেকে এই অঞ্চলে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ব্যাস উপত্যকার গারবিয়াং গ্রামের বাসিন্দা কৃশ গারবিয়াল বলেন, “প্রধানমন্ত্রীর সফরের পর জোলিংকং থেকে আদি কৈলাসের দর্শন পাওয়ার জন্য আগত পর্যটকের সংখ্যা ১০ গুণ বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, হিমালয়ের এই সংবেদনশীল অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ি চলাচলে রাশ টানা উচিত।  

আরও পড়ুন   

বন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর     

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ভূকম্পনে কাঁপল ইরান, পরমাণু কেন্দ্রে ইজরায়েল হামলার ফল? কী বলছেন বিশেষজ্ঞরা

ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝে ইরানে পরপর দু’টি ভূমিকম্প। পরমাণু হামলার জল্পনা উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা, বলছেন প্রাকৃতিক ঘটনা।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে