অসমের কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অসমের কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যে সম্প্রতি সমীক্ষা চালানো হয়। ৩৬ রকমের জেনেরার ৭০ রকমের অর্কিড প্রজাতির খোঁজ মিলেছে।
কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যের অধিকর্তা সোনালী ঘোষ জানান, জঙ্গলের ফুল ও উদ্ভিদের ওপর সমীক্ষা চালানো হয়। জঙ্গলে ভিজ্যুয়াল সার্ভে চালানো হয়। ৭০ রকমের নতুন খোঁজ পাওয়া অর্কিডের প্রজাতির মধ্যে ৪৬টি এপিফাইট প্রজাতির আর ২৪টি টেরেস্ট্রিয়াল প্রজাতির অর্কিড বলে জানা গেছে।
বিবিট ডিহিঙ্গিয়া ও বিভূতিরঞ্জন গগৈ নামে ২ রেঞ্জ অফিসার ও অর্কিড সংরক্ষণবিদ খায়ানজিৎ গগৈর নেতৃত্ব ভিজ্যুয়াল সার্ভে হয়। কাজিরাঙ্গার গভীর জঙ্গলে ঘন ঘাসবনের পাশাপাশি নদীর পাশে নতুন প্রজাতির অর্কিডের খোঁজ মিলেছে। এরমধ্যে রয়েছে অনেক বিরল প্রজাতির অর্কিডও।
অসমের কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যে ‘বিগ ফাইভ’ অর্থাৎ একশৃঙ্গ গণ্ডার, বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, ওয়াইল্ড ওয়াটার বাফেলো ও ইস্টার্ন সোয়াম্প ডিয়ার পাওয়া যায়। এবার কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক।