Homeপরিবেশস্কুলে স্কুলে ৭০টি গাছ লাগানো বাধ্যতামূলক, পরিবেশ দিবস উপলক্ষে নির্দেশিকা সমগ্র শিক্ষা...

স্কুলে স্কুলে ৭০টি গাছ লাগানো বাধ্যতামূলক, পরিবেশ দিবস উপলক্ষে নির্দেশিকা সমগ্র শিক্ষা মিশনের

প্রকাশিত

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুলে গাছ লাগানো বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। নির্দেশ অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলে অন্তত ৭০টি চারাগাছ রোপণ করতে হবে।

এ প্রসঙ্গে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে চিঠি পাঠানো শুরু হয়েছে। তাতে বলা হয়েছে, বনদপ্তর, উদ্যানপালন দপ্তরের নিজস্ব নার্সারি, পুরসভা বা পুর কর্পোরেশনের সহযোগিতায় চারাগুলি বিতরণ করা হবে। এই গাছগুলি শুধু স্কুল ক্যাম্পাসেই নয়, সংলগ্ন রাস্তার ধারে কিংবা পড়ুয়াদের নিজেদের বাড়িতেও রোপণ করা যাবে।

চারাগাছ রোপণের পাশাপাশি প্রত্যেক স্কুলকে পড়ুয়াদের নিয়ে গঠন করতে হবে একটি ‘ইকো ক্লাব’। এই ক্লাবের মাধ্যমে ‘লাইফ’ পোর্টালের নির্দেশ অনুসারে পরিবেশ-বান্ধব বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালাতে হবে। বিদ্যুৎ ও জল অপচয়ের বিরুদ্ধে প্রচার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা, ই-বর্জ্য হ্রাস, টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ— এই সাতটি বিষয়ে সচেতনতা ছড়ানো হবে এই উদ্যোগের অঙ্গ হিসেবে।

এছাড়াও কেন্দ্রীয়ভাবে চালু ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) কর্মসূচি রাজ্যে রূপায়ণের নির্দেশও দেওয়া হয়েছে বিকাশ ভবনকে। সেই সূত্রেই চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন স্কুল এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের।

পরিবেশকে বাঁচাতে এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, তা সময় বলবে। তবে সরকারের তরফে এমন সচেতনতা অভিযান যে সময়োপযোগী এবং প্রশংসনীয়, সে বিষয়ে একমত রাজ্যের শিক্ষক ও পরিবেশবিদরা।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

বিশ্ব উষ্ণায়ণে মহিলাদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে, গবেষণায় গুরুতর সতর্কবার্তা

বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে বাড়ছে মহিলাদের ক্যানসারের ঝুঁকি। মিশরের গবেষণায় দেখা যাচ্ছে, প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

কাজিরাঙ্গার জঙ্গলে নতুন চমক! মিলল ৭০ রকমের বিরল অর্কিড প্রজাতি

অসমের কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যে চালানো সাম্প্রতিক সমীক্ষায় মিলল ৭০ রকমের অর্কিড প্রজাতি। এর মধ্যে রয়েছে ৪৬টি এপিফাইট ও ২৪টি টেরেস্ট্রিয়াল অর্কিড। পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক বড় সাফল্য।

লাদাখেই বিশ্বের সবচেয়ে বেশি স্নো লেপার্ড, প্রকাশ্যে এল গবেষণার চমকপ্রদ তথ্য

PLOS জার্নালে প্রকাশিত গবেষণায় দাবি, ভারতে ৭০৯টি স্নো লেপার্ডের মধ্যে ৪৭৭টিই লাদাখে। হেমিস পার্কে প্রতি ১০০ কিমিতে রয়েছে ২টিরও বেশি স্নো লেপার্ড।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে