বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুলে গাছ লাগানো বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। নির্দেশ অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলে অন্তত ৭০টি চারাগাছ রোপণ করতে হবে।
এ প্রসঙ্গে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে চিঠি পাঠানো শুরু হয়েছে। তাতে বলা হয়েছে, বনদপ্তর, উদ্যানপালন দপ্তরের নিজস্ব নার্সারি, পুরসভা বা পুর কর্পোরেশনের সহযোগিতায় চারাগুলি বিতরণ করা হবে। এই গাছগুলি শুধু স্কুল ক্যাম্পাসেই নয়, সংলগ্ন রাস্তার ধারে কিংবা পড়ুয়াদের নিজেদের বাড়িতেও রোপণ করা যাবে।
চারাগাছ রোপণের পাশাপাশি প্রত্যেক স্কুলকে পড়ুয়াদের নিয়ে গঠন করতে হবে একটি ‘ইকো ক্লাব’। এই ক্লাবের মাধ্যমে ‘লাইফ’ পোর্টালের নির্দেশ অনুসারে পরিবেশ-বান্ধব বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালাতে হবে। বিদ্যুৎ ও জল অপচয়ের বিরুদ্ধে প্রচার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা, ই-বর্জ্য হ্রাস, টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ— এই সাতটি বিষয়ে সচেতনতা ছড়ানো হবে এই উদ্যোগের অঙ্গ হিসেবে।
এছাড়াও কেন্দ্রীয়ভাবে চালু ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) কর্মসূচি রাজ্যে রূপায়ণের নির্দেশও দেওয়া হয়েছে বিকাশ ভবনকে। সেই সূত্রেই চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন স্কুল এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের।
পরিবেশকে বাঁচাতে এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, তা সময় বলবে। তবে সরকারের তরফে এমন সচেতনতা অভিযান যে সময়োপযোগী এবং প্রশংসনীয়, সে বিষয়ে একমত রাজ্যের শিক্ষক ও পরিবেশবিদরা।