কলকাতা: ‘সাউন্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই এ রকম বাজিমাত এক বিরল ঘটনা। তথ্যাভিজ্ঞ মহল মনে করে, এই ফ্যাশন শোয়ে কলকাতায় এক নতুন যুগের সূচনা হল।
ওই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল ই এম বাইপাস সংলগ্ন একটি ক্লাবে। শনিবারের ওই ফ্যাশন শোয়ে যোগ দেন আশি জন প্রতিশ্রুতিবান মডেল। মিস্টার, মিস্ এবং মিসেস – বড়োদের এই তিনটি বিভাগ ছাড়াও বাচ্চাদের জন্য ছিল একটি বিশেষ বিভাগ। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে মেমেন্টো ও সার্টিফিকেট দেওয়া হয়।
এই ফ্যাশন শোয়ের বিচারক ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।
‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর প্রতিষ্ঠাতা সোমক সিনহা সাংবাদিকদের মুখোমুখি বলেন, “এটা শুধুমাত্র একটা ফ্যাশন শো নয়। এই শো হল এক ছাদের তলায় ফ্যাশন, মিউজিক ও শিল্পের মেলবন্ধন। ‘এস ফ্যাক্টর’-এর লক্ষ্য হল সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।
‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর অপর প্রতিষ্ঠাতা বিজলী ঘোষ কর্মকার জানিয়েছেন, আগামী দিনে তাঁদের প্রোডাকশনস্-এর ব্যানারে যে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হবে তাতে সুযোগ পাবেন এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণকারী মডেলের অনেকেই।
উল্লেখ্য, ফ্যাশন শোয়ের পাশাপাশি এ দিন ‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায়। এ ছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্যশিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী, বাণিজ্য কর অধি দফতরের সহকারী কমিশনার নাসকিন বক্স ও আরও অনেকে।