Home অনুষ্ঠান ‘সাউন্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

‘সাউন্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দু’ পাশে রয়েছেন বিজলী ঘোষ কর্মকার এবং সোমক সিনহা। -- নিজস্ব চিত্র।

কলকাতা: ‘সাউন্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই এ রকম বাজিমাত এক বিরল ঘটনা। তথ্যাভিজ্ঞ মহল মনে করে, এই ফ্যাশন শোয়ে কলকাতায় এক নতুন যুগের সূচনা হল।  

ওই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল ই এম বাইপাস সংলগ্ন একটি ক্লাবে। শনিবারের ওই ফ্যাশন শোয়ে যোগ দেন আশি জন প্রতিশ্রুতিবান মডেল। মিস্টার, মিস্ এবং মিসেস – বড়োদের এই তিনটি বিভাগ ছাড়াও বাচ্চাদের জন্য ছিল একটি বিশেষ বিভাগ। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে মেমেন্টো ও সার্টিফিকেট দেওয়া হয়।

এই ফ্যাশন শোয়ের বিচারক ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।

‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর প্রতিষ্ঠাতা সোমক সিনহা সাংবাদিকদের মুখোমুখি বলেন, “এটা শুধুমাত্র একটা ফ্যাশন শো নয়। এই শো হল এক ছাদের তলায় ফ্যাশন, মিউজিক ও শিল্পের মেলবন্ধন। ‘এস ফ্যাক্টর’-এর লক্ষ্য হল সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।

‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর অপর প্রতিষ্ঠাতা বিজলী ঘোষ কর্মকার জানিয়েছেন, আগামী দিনে তাঁদের প্রোডাকশনস্-এর ব্যানারে যে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হবে তাতে সুযোগ পাবেন এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণকারী মডেলের অনেকেই।  

উল্লেখ্য, ফ্যাশন শোয়ের পাশাপাশি এ দিন ‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’-এর একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায়। এ ছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্যশিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী, বাণিজ্য কর অধি দফতরের সহকারী কমিশনার নাসকিন বক্স ও আরও অনেকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version