২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ নিয়মিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কিছুটা সেই আদলেই কৃষকদের সহায়তা করতে মাসিক বেতার অনুষ্ঠান ‘কিষান কি বাত’ চালু করতে চলেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক।
সাম্প্রতিক সময়ে আবহাওয়া সংক্রান্ত একাধিক প্রতিকূলতার কারণে কৃষিকাজে নানা অসুবিধা হচ্ছে। ফসল উৎপাদনের পরিমাণের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব কথা মাথায় রেখে কৃষকদের সহজ কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর ও বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দিতে এবং ফসল উৎপাদনে দক্ষতা বাড়াতে কেন্দ্র মাসিক বেতার অনুষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা নিজেই ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
জানা গিয়েছে, মাসিক বেতার অনুষ্ঠান ‘কিষান কি বাত’ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও কৃষিবিজ্ঞানী এবং কৃষিমন্ত্রকের আধিকারিকরাও হাজির থাকবেন। কৃষকদের সহজ সরল ভাষায় বোঝানো হবে তাঁরা কীভাবে ফসলের মান উন্নত করবেন। এ ছাড়াও অত্যাধুনিক কৃষিপদ্ধতি সম্পর্কেও তাঁদের অবহিত করা হবে। মাসিক বেতার অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের দ্রুত বৈজ্ঞানিক সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল করাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।
আরও পড়ুন