Homeচাষবাসের খবরবর্ষাতেও সফল পেঁয়াজ চাষ! সোনারপুরের কৃষি বিশেষজ্ঞদের উদ্যোগে সাফল্যের মুখ দেখলেন কৃষকরা

বর্ষাতেও সফল পেঁয়াজ চাষ! সোনারপুরের কৃষি বিশেষজ্ঞদের উদ্যোগে সাফল্যের মুখ দেখলেন কৃষকরা

প্রকাশিত

বর্ষাতেও পেঁয়াজ চাষ সম্ভব! সোনারপুরের কৃষি বিশেষজ্ঞদের উদ্যোগে সাফল্য

পশ্চিমবঙ্গে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা প্রায় অসম্ভব বলে মনে করা হত। কিন্তু এবার সেই ধারণা বদলে দিয়েছেন সোনারপুরের শস্যশ্যামলা কৃষি বিকাশ কেন্দ্রের বিশেষজ্ঞ প্রসেনজিৎ কুণ্ডু এবং কৃষ্ণেন্দু রায়। তাঁদের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বর্ষাকালে পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকজন কৃষক।

নতুন তিন প্রজাতির সাফল্য

গত বছর বর্ষার সময় ভীমা ডার্ক রেড, ভীমা রাজ এবং বসন্ত ৭৮০ নামে তিনটি নতুন প্রজাতির পেঁয়াজের চাষ শুরু করা হয়েছিল। ভাঙড় ১, ক্যানিং ১ এবং বারুইপুরে প্রায় দশ বিঘা জমিতে এই চাষ করা হয়। চলতি মাসে দেখা গেছে, এই তিন প্রজাতির পেঁয়াজ দুর্দান্ত ফলন দিয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৩০০ কুইন্টাল, যা বর্ষাকালে পেঁয়াজ চাষের ক্ষেত্রে বড় সাফল্য।

বর্ষার চাষে বিশেষ ব্যবস্থা নয়

প্রসেনজিৎ কুণ্ডু জানান, “বর্ষাকালে রাজ্যে সাধারণত পেঁয়াজ চাষ হয় না, ফলে বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়। কিন্তু আমাদের পরীক্ষায় দেখা গেছে, এই তিনটি প্রজাতি বর্ষাতেও ভালো ফলন দেয়। বাড়তি তেমন কিছু ব্যবস্থার দরকার নেই, শুধু জল যাতে জমে না থাকে, সেটাই নিশ্চিত করতে হবে।”

উদ্যানপালন দপ্তরের সহযোগিতা

এই চাষের জন্য পশ্চিমবঙ্গ উদ্যানপালন দপ্তরের আর্থিক সহায়তা ছিল। পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে দপ্তরে জমা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য আগামী দিনে রাজ্যের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। কৃষকরাও জানিয়েছেন, তাঁরা উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রি করবেন এবং ভবিষ্যতে বর্ষাকালে আরও বেশি পরিমাণে চাষের পরিকল্পনা রয়েছে।

এই গবেষণার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গে পেঁয়াজ চাষে মৌসুমভিত্তিক সীমাবদ্ধতা দূর হতে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

আরও পড়ুন

ফেলে না দিয়ে এই সবজির খোসাকেই কাজে লাগান গাছের যত্নে

বাগান করতে ভালোবাসেন? সারা দিনের ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় প্রকৃতির মাঝে না থাকলে আপনার...

এলাকার মানুষকে স্বনির্ভর করতে মাছ চাষের উদ্যোগ সোনারপুর ব্লক প্রশাসনের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সোনারপুর ব্লক প্রশাসনের উদ্যোগে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভরতার পথে এলাকার মানুষ।...

উন্নত প্রযুক্তিতে সূর্যমুখী চাষের প্রশিক্ষণ শিবির নিমপীঠে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আমন পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তিতে সূর্যমুখী চাষ ও বাজারজাতকরণ বিষয়ে দুদিনের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে