Homeখবরদেশরাহুলের 'ন্যায় যাত্রা'র শুরুর দিনেই কংগ্রেস ছাড়ার ঘোষণা মিলিন্দ দেওরার

রাহুলের ‘ন্যায় যাত্রা’র শুরুর দিনেই কংগ্রেস ছাড়ার ঘোষণা মিলিন্দ দেওরার

প্রকাশিত

মুম্বই: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু শনিবার। এ দিনই দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের অন্যতম কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পোস্টের মাধ্যমে কংগ্রেস ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিলিন্দ দেওরা। যেখানে তিনি লেখেন, “আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হল।”

কংগ্রেসের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক দেওরার। সোশ্য়াল মিডিয়ায় তিনি আরও লেখেন, “আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি, দলের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের অবসান ঘটল। আমাকে দীর্ঘ দিন ধরে সমর্থন করে আসা সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।”

এই ঘোষণার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেওরা বলেন, “আমি উন্নয়নের পথ ধরে হাঁটছি।” শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেবেন তিনি। তবে, নিজে থেকেই এ ধরনের খবরকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা।

প্রবীণ রাজনীতিবিদ মুরলি দেওরার ছেলে মিলিন্দ। বোস্টন বিশ্ববিদ্যালয়ের কোয়েস্ট্রম স্কুল অফ বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়বন্তীবেন মেহতাকে দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করার পরে মুম্বাই দক্ষিণ লোকসভা আসন থেকে সংসদ সদস্য হন। ২০১১ সালে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী করা হয়। এ ছাড়া ২০১২ সালের অক্টোবরে তিনি নৌ-পরিবহণ প্রতিমন্ত্রীর দায়িত্বও নেন। উল্লেখযোগ্য ভাবে, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরুর ঠিক আগে দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।

আরও পড়ুন: জল্পনার অবসান! খড়্গেকে চেয়ারপার্সন করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’

সাম্প্রতিকতম

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।