terrorist attack in jammu camp

জম্মু: আফজাল গুরুর ফাঁসির বার্ষিকীতে জঈশ জঙ্গিরা হামলা চালাতে পারে, এ রকম একটা সতর্কতা দেওয়া হয়েছিল। আগাম সেই সতর্কতা সত্ত্বেও সেই হামলা আটকানো গেল না। শনিবার সকালে জম্মুর শানজোয়ানের সেনা ক্যাম্পে হামলা চালাল জঈশ জঙ্গিরা। এই হামলায় এক জুনিয়র কমিশনড্‌ অফিসার (জেসিও)-সহ দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৪:৫৫ নাগাদ শানজোয়ানের সেনা ক্যাম্পের অন্তর্গত জেসিও মদনলাল চৌধুরীর কোয়ার্টারে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মদনলাল এবং তাঁর মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় মদনলালের। হামলায় এখনও পর্যন্ত চার জন আহত হয়েছেন।

কাশ্মীর পুলিশের ডিজি এসপি বৈধ বলেন, জনা চারেক জঙ্গি এই সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। হামলার পরেই সেনাকর্মীদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়ে যায় জঙ্গিদের। সর্বশেষ খবর, এখনও দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ চলছে।

সেনা-জঙ্গি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শানজোয়ানের আশেপাশে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here