১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি হল সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়িতে। আয়োজনে ছিলেন সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার পরিষদ। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠান শেষ হলো। ইতিহাস উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুষ্প্রাপ্য সংগ্রহ দেখতে প্রচুর লোকের সমাগম ঘটে।
শ্রেষ্ঠ শাস্ত্রীয় সংগীতের গায়িকা গওহর জান, চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ক্রীড়াবিদ চুনী গোস্বামীকে শ্রদ্ধাজ্ঞাপন ও তাঁদের জীবনের বিভিন্ন মুহূর্তের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে একটি প্রদর্শনী আয়োজিত হয়েছিল। প্রদর্শনীর মাধ্যমে মূর্ত হয়ে ওঠে কত অজানা সব ইতিহাসের গৌরবময় মুহূর্ত।
চারদিনের এই অনুষ্ঠানে ছিল কুইজ, গানের অনুষ্ঠান, শ্রুতি নাটক, নৃত্যানুষ্ঠান সহ আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেষ দিনের আয়োজনে কুমার মুখোপাধ্যায়ের কবিতা পড়ে শোনান সুস্মিতা গঙ্গোপাধ্যায়। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রচনা গীতি আলেখ্য ‘প্রতিদিন তব গাথা- আমার নিজস্ব রবীন্দ্রনাথ’ পরিবেশন হয়েছিল। অংশগ্রহণে ছিলেন পৌলমী চট্টোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায়। এছাড়া সন্ধ্যায় ছিল নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন।
উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ইতিহাস উৎসবের। সকল ইতিহাসপ্রেমীদের ভালোবাসায়, সমর্থনে ও ঐক্যে উৎসবটি উদযাপন হলো। অনুষ্ঠানে অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।