মহাকুম্ভ মেলার সমাপ্তি ঘটছে আজ, মহা শিবরাত্রির স্নানের মাধ্যমে। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশে মোট পাঁচটি পবিত্র স্নান অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে তিনটি ছিল অমৃত স্নান। মকর সংক্রান্তি (১৪ জানুয়ারি), মৌনি অমাবস্যা (২৯ জানুয়ারি) ও বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি) ছিল অমৃত স্নান। অন্যদিকে, পৌষ পূর্ণিমা (১৩ জানুয়ারি), মাঘী পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি) ও মহা শিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি) ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ স্নানের দিন।
সরকারের কড়া নজরদারিতে এই বিশাল আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। উন্নত প্রযুক্তির ব্যবহার ও উচ্চ সতর্কতার নিরাপত্তা ব্যবস্থা এই মহাকুম্ভ মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আজ মহা শিবরাত্রির শুভদিনে ভক্তরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরের কন্ট্রোল রুম থেকে কুম্ভের সমস্ত ব্যবস্থাপনার উপর নজর রাখছেন।
#WATCH | Prayagarj | Devotees take a holy dip at Triveni Sangam on the occasion of #Mahashivratri2025 #MahaKumbhMela2025 – the world's largest religious gathering that begins on Paush Purnima – January 13, concludes today pic.twitter.com/SItwY4Is1w
— ANI (@ANI) February 26, 2025
মহাকুম্ভের এসএসপি রাজেশ দ্বিবেদী জানান, “এই মহাস্নানের সুযোগ হাতছাড়া করতে কেউ চাইছেন না। প্রয়াগরাজের সাধারণ মানুষও বিশাল সংখ্যায় এই পবিত্র স্নানে অংশ নিচ্ছেন। মধ্যরাত থেকেই ভক্তদের ঢল নামছে, তবে প্রশাসনের কার্যকরী পরিকল্পনার ফলে সবকিছুই স্বচ্ছন্দে সম্পন্ন হচ্ছে। ভক্তরা শিব মন্দির দর্শনেও ভিড় জমাচ্ছেন।”
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৬৫ কোটি ভক্ত মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন, যা এই ধর্মীয় আয়োজনে এক নতুন মাত্রা যোগ করেছে।