Y2
জিয়াওমি স্মার্ট ফোন

ওয়েবডেস্ক : আপনি কি জিয়াওমি ইউজার? তা হলে একটি খারাপ খবর আছে। জিয়াওমি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বেশ কয়েকটি স্মার্টফোনে আর নতুন করে এমআইইউআই আপডেট দেওয়া হচ্ছে না। সুতরাং ফোনের থেকে বেশি কোনো সুবিধে পাওয়া যাবে না। সংস্থা এই ফোনগুলির একটি তালিকাও প্রস্তুত করেছে। এই তালিকায় রয়েছে ১০টি ফোন।

জিয়াওমি স্মার্টফোন

এই সব স্মার্টফোনে এমআইইউআই আপডেটের সঙ্গে গ্লোবাল বিটা আপডেটও হবে না। তবে অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে এই ফোনগুলিতে।

এই তালিকার ফোনগুলি হল —-

  • জিয়াওমি রেডমি নোট ৩
  • জিয়াওমি রেডমি নোট ৪
  • জিয়াওমি রেডমি ৬এ
  • জিয়াওমি রেডমি ৬
  • জিয়াওমি রেডমি ৩এস
  • জিয়াওমি রেডমি ৩এক্স
  • জিয়াওমি রেডমি প্রো
  • জিয়াওমি রেডমি ৪এ
  • জিয়াওমি রেডমি ৪
  • জিয়াওমি রেডমি ওয়াইটু

এর মধ্যে যদি কোনোটি আপনার ফোন হয়ে থাকে তা হলে মন খারাপ করবেন না। চাইলেই বদলে নিতে পারেন ফোন। সে ক্ষেত্রে ফ্লিপকার্ট একাধিক অফার দিচ্ছে।

আরও পড়ুন এক ধাক্কায় অনেকটাই বাড়ল হিরো মোটর বাইকের চাহিদা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here