ILFS
প্রাক্তন সিইও রমেশ বাওয়া

ওয়েবজেস্ক: আইএল অ্যান্ড এফএস দুর্নীতি নিয়ে বেশ কয়েক মাস ধরেই সরব কংগ্রেস। সমালোচনা বন্ধে কেন্দ্রের তরফে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। এ বার সংস্থার প্রাক্তন সিইও রমেশ বাওয়াকে গ্রেফতার করা হয়। কেন্দ্রের এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস) তাঁকে গত শুক্রবার গ্রেফতার করে। গত সেপ্টেম্বর মাসেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রমেশ।

গত অক্টোবর মাসেই পরিকাঠামোয় ঋণদাতা সংস্থা আইএল অ্যান্ড এফএস-এর শীর্ষ স্তরে কোনও অনিয়ম হয়েছে কি না, তা খুঁজে বার করতে পুরোদস্তুর তদন্তে নেমেছিল কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। তড়িঘড়ি পদচ্যুত আধিকারিকদের বিদেশে যাওয়াও আটকে দেওয়া হয়।

[ আরও পড়ুন: নির্বাচনী মরশুমের মাঝেই মোদী সরকারের জন্য আরও একটি ‘বিপদ’ সংকেত! ]

এসএফআইও জানিয়েছে, রমেশকে কোম্পানি অ্যাক্টের ৪৪৭ ধারায় গ্রেফতার করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগেই সংস্থার চেয়ারম্যান হরি শঙ্করণকে গ্রেফতার করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here