ওয়েবডেস্ক: ল্যাপটপ থেকে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে ওয়াই-ফাই বা দঙ্গলের জমানা শেষ হতে চলল বলে। ৪জি নেটওয়ার্ক এবং স্মার্ট ফোনের পর রিলায়েন্স জিও নিয়ে আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর এই ল্যাপটপ। যেখানে সিম-কার্ডের স্লট থাকবে অতিরিক্ত ভাবে। অর্থাৎ, ল্যাপটপে ইন্টারনেট ব্যবহারে থাকবে না আর কোনো ঝক্কি!
ভারতীয় বাজারে নতুন এই ল্যাপটপ নিয়ে আসতে আমেরিকার কোয়ালকমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও। এ ব্যাপারে তাদের প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে। অতীতে কোয়ালকম রিলায়েন্সের সঙ্গে ৪জি স্মার্ট ফোন নিয়েও কাজ করেছে। জানা গিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ওই ল্যাপটপে সিম কার্ডের জন্য সমস্ত বন্দোবস্থ থাকবে।
কোয়ালকম টেকনোলজিসের সিনিয়র ডিরেক্টর মিউগেল নুনস জানিয়েছেন, ‘আমরা জিওর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। কী ভাবে ডিভাইসের মধ্যেই নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে ইন্টারনেট সংযুক্ত করা যায় সে বিষয়েই কাজ চলছে।’ এই সংস্থা ইতি মধ্যেই অলওয়েজ কানেক্টেড পিসি’স নিয়ে আসুস, এইচপি এবং লেনেভোর সঙ্গে কাজ করেছে।