sbi
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক:এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মেয়াদি গৃহঋণের সুদের হার শুরু হয় ৮.৬ শতাংশ থেকে। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, হোম লোনের মেয়াদ এবং আনুষঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে এই সুদের হার শতকরা ৯.৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকে। আবেদনকারীর উপার্জন বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলির উপর নির্ভর করে এই সুদের হার। তবে অন্যান্যদের থেকে মহিলাদের ক্ষেত্রে হোম লোনে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বা .০৫ শতাংশ কম হারে সুদে নেয় এসবিআই।

একক ভাবে বেতনভোগীদের জন্য মেয়াদি হিসাবে এসবিআই গৃহঋণের সুদের হার

হোম লোন (মেয়াদি ঋণ)

বিভাগ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা ৭৫ লক্ষ টাকার উপর
বেতনভোগী
মহিলা৮.৬০-৮.৭০%৮.৮৫-৮.৯৫%৮.৯৫-৯.০৫%
অন্যান্য৮.৬৫-৮.৭৫%৮.৯০-৯.০০%৯.০০%-৯.১০%
বেতনভোগী নন
মহিলা৮.৭৫-৮.৮৫%৯.০০-৯.১০%
৯.১০-৯.২০%
অন্যান্য৮.৮০-৮.৯০%৯.০৫-৯.১৫%৯.১৫-৯.৩০%

এসবিআই হোম লোনের প্রসেসিং ফিজ

গৃহঋণের আবেদনকারীদের জন্য এসবিআই ন্যূনতম ২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফিজ ধার্য করে থাকে। এই ফিজের পরিমাণ নির্ণয় করা হয় কর-সহ ঋণের মোট পরিমাণের .৩৫ শতাংশ হারে। তবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ৩১ মে পর্যন্ত এই প্রসেসিং ফিজ বাতিল হয়েছে।

(সূত্র: homeloans.sbi)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here