ওয়েবডেস্ক: পকেটের দিকে তাকিয়ে সাধ আর সাধ্যের মধ্যে শেষ পর্যন্ত বেছে নিতে হয় ওই দ্বিতীয়টাকে! কিন্তু জাঁকালো একটা স্মার্টফোনের শখ কি তাতে পিছু হটে?
পিছু না হটলেও ভালো একটা স্মার্টফোনের দাম কিন্তু পিছু হটেছে। সদ্য বাজারে এসেছে রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো, জিও-র সঙ্গে চুক্তিতে যাদের দাম নেমে দাঁড়িয়েছে ৭৭৯৯ টাকায়। একটু বিশদে বলা যাক ব্যাপারটা।
জানা গিয়েছে, জিও-র বিশেষ ক্যাশব্যাক অফারে রেডমির এই দুটি মডেলের যে কোনো একটি কিনলেই গ্রাহকরা পাবেন ২২০০ টাকা ক্যাশব্যাক। অর্থাৎ রেডমির এই দুটি ফোনের যে কোনো একটি কিনলে ৫০ টাকার ৪৪টি রিচার্জ কুপন মিলবে। যদিও এই সুবিধা পেতে হলে গ্রাহককে আগে ১৯৮ টাকা বা ২৯৯ টাকার রিচার্জ করিয়ে নিতে হবে।
এ ছাড়া ফোনটি কেনার পরের তিন মাস জিও গ্রাহকদের দ্বিগুন পরিমাণ ডেটা দেবে। অর্থাৎ জিওর রিচার্জ প্যাক অনুযায়ী দিন পিছু যে ডেটা পাওয়ার কথা, সেটাই ঠিক দ্বিগুন পরিমাণে পাবেন গ্রাহকরা।
রেডমি নোট ৫-এর দাম ভারতে শুরু হচ্ছে ৯৯৯৯ টাকা থেকে। জিও-র ২২০০ টাকা ক্যাশব্যাক ধরলে যা কমে দাঁড়াচ্ছে ৭৭৯৯ টাকায়।
হ্যাঁ, এটা ঠিক যে ৭৭৯৯ টাকা দিয়ে ফোনটা কেনা যাচ্ছে না। কিন্তু কেনার পর যে লাভটা হচ্ছে এবং যে টাকাটা ফেরত আসছে রিচার্জ প্ল্যানে, সেটা খুব একটা মন্দ কি?
ফোনটা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন ঠিক উপরের ভিডিওয়।