Bank

ওয়েবডেস্ক: আগামী ৮-৯ জানুয়ারি ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটে শামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনের একাংশ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ব্যাঙ্কিং শিল্পের দু’টি ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ‌) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) ইন্ডিয়ান ব্যাঙ্ক’স অ্যাসোসিয়েশন (আইবিএ)-কে জানিয়েছে, তারা ওই ধর্মঘটে যোগ দেবে। স্বাভাবিক ভাবেই ওই দু’দিন ব্যাঙ্কিং পরিষেবা যথাযথ ভাবে চলবে কি না, সেই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও কর্তৃপক্ষও এ ব্যাপারে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবায় ওই বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এলাহাবাদ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের প্রভাব পরিষেবায় পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নয়, “বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের তরফে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারুর বৈশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলেছেন, ধর্মঘট যদি বাস্তবায়িত হয়, তা হলেও আমাদের ব্যাঙ্কের কর্মীরাও  ওই কর্মসূচিতে অংশ নিতে পারে। সে ক্ষেত্রে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে বলেই ধরে নেওয়া যেতে পারে”।

[ আরও পড়ুন: সরকার গড়তে ১৫টি আসন কম পেতে পারে বিজেপি, তবে কংগ্রেস বহুদূরে: সমীক্ষা ]

উল্লেখ্য, গত ২১ এবং ২৬ ডিসেম্বর একাধিক ইস্যুতে ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়েছিল পরিষেবা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here