debopriya_picদেবপ্রিয়া মুখার্জি

দশমী? সে তো সকলের মন খারাপের দিন। মায়ের শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিন। এদিন প্রায় সকলেই বাড়ির পুজো অথবা পাড়ার পুজো নিয়ে ব্যস্ত। মাকে বেদি থেকে নামানো, বরণ করা, সিঁদুর খেলা – এই সবকিছু নিয়েই মেতে থাকেন সবাই। এসব কাজের চাপে দুপুরে বাইরে খাওয়ার পরিকল্পনা অনেকেই করতে পারেন না। তাই পুজোর শেষবেলার ভোজনের প্ল্যান হোক দশমীর রাতে। বাঙালি খাবার দিয়েই সমাপ্ত হোক পুজো স্পেশাল ভোজন।

6-ballygunge

এদিনের জন্য বেছে নেওয়া যাক ‘৬ বালিগঞ্জ প্লেস’কে। এই রেস্টুরেন্টের দু’টি আউটলেট। একটি বালিগঞ্জে, অপরটি সল্টলেক সেক্টর ১-এ। সমস্ত রকমের বাঙালি সুস্বাদু খাবারের সম্ভার রয়েছে এখানে। দু’জনের জন্য খরচ ১০০০ টাকা।

আশা করি পেটপুজোর প্ল্যানিং-এ আপনাদের কিছুটা হেল্প করতে পেরেছি। পুজোর সময় প্রচুর ঠাকুর দেখুন, খুব মজা করুন, জমিয়ে পেটপুজো করুন আর অবশ্যই সুস্থ থাকুন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন