spice-and-craft
Debopriya Mukherjee
দেবপ্রিয়া মুখার্জি

শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানানোর সময় এসে গেছে। আর যে কোনো সময়কে পেটপুজো ছাড়া কি সেলিব্রেট করা যায়? এই অপূর্ব সময়কে উপভোগ করার জন্য আপনি বেছে নিতেই পারেন বালিগঞ্জের স্পাইস ক্র্যাফ্টকে।

স্পাইস ক্র্যাফ্টে কন্টিনেন্টাল, এশিয়ান এবং মিডল ইস্টার্ন ক্যুইজিন অ্যাভেলেবল। কন্টিনেন্টাল ক্যুইজিনের মধ্যে এখানে পাবেন শেফার্ডস পাই, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস, বেকড ফিশ ওয়েলিংটন, চিকেন স্ট্রগনফ, স্প্যাগেটি পাস্তা অগলিও ওলিও ইত্যাদি।

spice-and-craft

সি-ফুডের মধ্যে রয়েছে বেব অক্টোপাস তন্দুরী, ফ্রায়েড স্কুইড রিং, তন্দুরী পমফ্রেট, ডেভিলড ক্র্যাব মিট, লবস্টার থারমিডর ইত্যাদি লোভনীয় প্রিপারেশন। এ ছাড়াও এখানে আপনি মাউথ ওয়াটারিং এশিয়ান ফুড এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন যার মধ্যে রয়েছে ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড এবং চিনের ক্যুইজিন। ভারতীয় ক্যুইজিনের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গোয়া সহ আরও নানা জায়গার ডিশ। এখানে দু’জনের জন্য খরচ প্রায় ১২০০ টাকা।

spice-and-craft

বসন্তকে আহ্বান জানান সময়টাকে উপভোগ করে। জমিয়ে আনন্দ করুন, আর জমিয়ে পেটপুজো করুন। তবে শরীরের খেয়াল রাখতে ভুলবেন না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here