লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ‘জামা নেটওয়ার্ক ওপেন’ জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ৪০% প্রাপ্তবয়স্ক ক্রনিক শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে তীব্র মানসিক উদ্বেগ ও অবসাদের শিকার।
শরীরের বিভিন্ন জায়গায় তীব্র যন্ত্রণাকে ডাক্তারি পরিভাষায় বলে ফাইব্রোমায়ালজিয়া। মহিলা ও কমবয়সি মানুষরা বিশেষ করে তীব্র শারীরিক যন্ত্রণার কারণে মানসিক উদ্বেগ ও অবসাদের শিকার হচ্ছেন। ফাইব্রোমায়ালজিয়ায় শরীরের সর্বত্র তীব্র টান ও যন্ত্রণা অনুভূত হয়। শরীর এদিক-ওদিক ঘোরানোই দুষ্কর হয়ে যায়। ক্লান্ত লাগে, ঘুমের সমস্যা হয়। মনমেজাজ বিগড়ে যায়।
ফাইব্রোমায়ালজিয়া ছাড়া পিঠের নীচের দিকে তীব্র যন্ত্রণা ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও শরীরে তীব্র যন্ত্রণা হয়। এ ছাড়াও বায়োলজিক্যাল, মানসিক ও সামাজিক নানান কারণেও শরীরে ব্যথা বেদনা হয়। জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা ৫০টি দেশের ৩.৬ লাখ মানুষের ওপর গবেষণা চালান। ৩৭৬টি কেস স্টাডি করেন।