হার্ট অ্যাটাক এখন নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। হার্টের স্বাস্থ্য কেমন আছে তা বোঝা যায় ইসিজির মাধ্যমে। কিন্তু ধরুন ডাক্তারের চেম্বারেই যদি ইসিজি ছাড়াই বোঝা যায় হার্টের স্বাস্থ্য ভালো নেই। হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, তাহলে কেমন হয় বলুন তো?
ইসিজি ছাড়া স্মার্ট স্টেথোস্কোপের সাহায্য বোঝা যাবে হার্টের স্বাস্থ্য কেমন আছে। আমেরিকান স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা ‘একো হেলথ্’ (Eko Health) মেয়ো ক্লিনিকের (Mayo Clinic) সঙ্গে যৌথভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর স্মার্ট স্টেথোস্কোপ তৈরি করেছে। এই স্মার্ট স্টেথোস্কোপ বুঝে যাবে মাত্র ১৫ সেকেন্ডেই যে হৃদযন্ত্র থেকে ভালো ভাবে রক্ত সঞ্চালন হচ্ছে কি হচ্ছে না।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েছে ১২.৫%। গোটা বিশ্বেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মেয়ো ক্লিনিকের কার্ডিওভাস্কুলার মেডিসিন বিভাগের প্রধান পল ফ্রিডম্যানের দাবি, “স্মার্ট স্টেথোস্কোপ থাকলে আগেভাগেই বোঝা যাবে হার্টের স্বাস্থ্য কেমন আছে। জীবনসংশয় আটকানো যাবে। হাসপাতালে ভর্তি হওয়া আটকানো যাবে। নাইজেরিয়ার এক অন্তঃসত্ত্বা মহিলার ওপর মেয়ো ক্লিনিক দুবার স্মার্ট স্টেথোস্কোপ ব্যবহার করেছে।”
আরও পড়ুন
স্ট্রেস কমাতে, মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি মেলা ভার অ্যারোম্যাটিক কারিপাতার